Ajker Patrika

এমপিও দাবিতে শিক্ষকদের স্মারকলিপি

যশোর প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
এমপিও দাবিতে  শিক্ষকদের স্মারকলিপি

এমপিওভুক্তির দাবিতে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন’।

গতকাল সোমবার যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তাঁরা এই স্মারকলিপি দেন। মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, যশোর শিল্পকলা একাডেমির সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা। আরও উপস্থিত ছিলেন উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত