Ajker Patrika

আড়াই হাজার মানুষ টিকা পাননি এখনো

সুমন্ত চাকমা, জুরাছড়ি (রাঙামাটি)
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯: ৩৫
আড়াই হাজার মানুষ টিকা পাননি  এখনো

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের পাংখোয়া জনগোষ্ঠীসহ আড়াই হাজারের বেশি মানুষ এখনো করোনার টিকা পাননি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় ইউনিয়নের তিনটি ওয়ার্ডের বাসিন্দারা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও দুমদুম্যা ইউপি সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে করইদিয়া, দুলুছড়ি, ছোট করইদিয়া, শেমাইতুলী, নাশতলী, ভুয়াতুলী পাড়া, বুলংতুলী, লাতোয়ান পাড়া, বালুছড়াসহ ১২টি গ্রাম আছে। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডে আনন্দ পাড়া, কালামনছড়া ৬টি গ্রাম এবং ৬ নম্বর ওয়ার্ডের আদেয় হাবছড়া, হজতুলীসহ ৬টি গ্রাম আছে। এ সব এলাকায় পাংখোয়াসহ আড়াই হাজারের বেশি মানুষ আছেন।

এ সব গ্রামে নৌ পথ ও সড়ক যোগাযোগ নেই। পাহাড়ি রাস্তায় হেঁটে এ সব গ্রামে পৌঁছাতে অন্তত ৩ দিন লেগে যায়। তিন দিন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে সেখানে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে না। দুমদুম্যা মৌজার প্রবীণ হেডম্যান সমূর পাংখোয়া (৭০) বলেন, ‘আমরা বয়োবৃদ্ধ হয়েছি। সরকার বগাখালিতে টিকা প্রদান করলে অনেক উপকার হবে।’

বগাখালি গ্রামের কার্বারি লংগ তঞ্চঙ্গ্যা (৬৮) বলেন, ‘সরকার সারা দেশে করোনার টিকা দিচ্ছে। অথচ আমরা এখনো পাইনি।’

দুমদুম্যা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, ‘এসব গ্রামের বাসিন্দাদের করোনার টিকা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে।’

উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা দুমদুম্যা ইউনিয়নে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতার অনুরোধ জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা জানান, ‘স্বাস্থ্য কর্মীরা টিকা দিতে প্রস্তুত আছেন। ভ্যাকসিনের তাপমাত্রা সঠিক না থাকায় দুমদুম্যা ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের টিকা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘দুমদুম্যা ইউনিয়নে টিকা কার্যক্রম পরিচালনা জন্য হেলিকপ্টার সাপোর্ট পাওয়ার জন্য গেল গত ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত