Ajker Patrika

বক্স অফিসে মার খাচ্ছে নারীকেন্দ্রিক সিনেমা

বক্স অফিসে মার খাচ্ছে নারীকেন্দ্রিক সিনেমা

সিনেমা চলে নায়ক দেখে—এই ভুল ধারণা একসময় ভেঙে দিয়েছিল ‘কাহানি’। বিদ্যা বালান অভিনীত সিনেমাটি দেখতে দলেবলে হলে গিয়েছিল দর্শক। একই অবস্থা দেখা গিয়েছিল কঙ্গনা রনৌত অভিনীত ‘কুইন’ সিনেমার ক্ষেত্রেও। তবে করোনার পর দর্শক হলে ফিরলেও নারীকেন্দ্রিক সিনেমাগুলো চলছে না একেবারেই। প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে নারীকেন্দ্রিক সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শক।

 ২০২০ সালে দীপিকা পাড়ুকোনের ‘ছপাক’ ভালো ব্যবসা দিতে পারেনি। এ বছরও নারী চরিত্রকে প্রধান রেখে যত সিনেমা মুক্তি পেয়েছে বলিউডে, কোনোটির অবস্থা তেমন সুবিধের নয়। নারী ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’তে অভিনয় করেছিলেন তাপসী পান্নু। এমন গুরুত্বপূর্ণ বিষয় দিয়েও সিনেমা হলে দর্শক আনতে ব্যর্থ হয়েছেন অভিনেত্রী। হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহার ‘ডাবল এক্সএল’ সিনেমার উদাহরণও টানা যায়। ৪ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ভালো হলো নাকি খারাপ—সেটা বিচার করার জন্যও হলে যাননি দর্শক।

একই অবস্থা জাহ্নবী কাপুর অভিনীত ‘মিলি’ ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ফোন ভূত’ সিনেমার ক্ষেত্রেও। বিয়ের কারণে ক্যাটরিনাকে নিয়ে যে বিস্তর আলোচনা ছিল, তাতে ধারণা করা হয়েছিল, তাঁর কামব্যাক সিনেমাটি চলবে। কিন্তু ‘ফোন ভূত’ ভয়াবহ রকমের ফ্লপ করেছে। গত অক্টোবরে মুক্তি পাওয়া ‘কোড নেম: তিরঙ্গা’ যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তাতে পরিণীতি চোপড়াকে ভবিষ্যতে কটা সিনেমায় দেখা যাবে, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। আর ‘কুইন’ অভিনেত্রী কঙ্গনার কপালে সেই ২০২০ সাল থেকে যে ফ্লপের সিলমোহর পড়েছে, তা শিগগির মুছবে বলে মনে হচ্ছে না। তাঁর ‘পাঙ্গা’, ‘থালাইভি’, ‘ধাড়াক’—বক্স অফিসে আলো জ্বালতে পারেনি কোনোটি।

জাহ্নবী কাপুরব্যতিক্রম কেবল আলিয়া ভাট। গত তিন বছরে বলিউডের একটিই নারীকেন্দ্রিক সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দর্শকের ভালোবাসা পেয়েছে। তবে পরিচালক সঞ্জয় লীলা বানসালির সাম্প্রতিক সিনেমা ‘পদ্মাবত’ বা ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে তুলনা করলে এ সিনেমার ব্যবসা অনেকটাই কম। বলিউডে নায়িকাদের নতুন প্রজন্ম এখন দাপিয়ে কাজ করছে। সারা আলি খান, জাহ্নবী কাপুর বা অনন্যা পান্ডের হাতে কাজের সংখ্যা কম নয়। কিন্তু তাঁদের প্রধান চরিত্রে কাস্ট করলেই সে সিনেমা আর লাভের মুখ দেখছে না।

কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, অভিনেত্রীদের আরও দেখে-শুনে-বুঝে চিত্রনাট্য বাছাই করার কথা। কাজের মান উন্নত হলে নারীকেন্দ্রিক সিনেমার পক্ষেও ভালো ব্যবসা করা সম্ভব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত