Ajker Patrika

এক সিনেমায় আমির-রণবীর

আপডেট : ০৮ মে ২০২২, ১২: ৩৪
এক সিনেমায় আমির-রণবীর

‘পিকে’ সিনেমার শেষ দৃশ্যে কিছুক্ষণের জন্য একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু তাতে বহু দর্শকেরই মন ভরেনি। তাঁদের জন্য সুখবর, এবার একটি পূর্ণাঙ্গ সিনেমায় একসঙ্গে দেখা যাবে আমির খান ও রণবীর কাপুরকে।

ইতিমধ্যে দুই অভিনেতার কথা মাথায় রেখে একটি চিত্রনাট্যের কাজ শুরু করেছেন পরিচালক অনুরাগ বসু। আমির-রণবীরের সঙ্গে সিনেমাটির গল্প নিয়ে আলোচনা করেছেন তিনি। দুজনেরই গল্পটা বেশ পছন্দ হয়েছে। বিগ বাজেটের সিনেমাটি প্রযোজনা করতে পারে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান। অনুরাগের সঙ্গে ইতিমধ্যে ‘জাগ্গা জাসুস’, ‘বরফি’র মতো সিনেমায় কাজ করেছেন রণবীর। তবে আমিরের সঙ্গে এখনো কোনো সিনেমা করেননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, আগামী বছর শুরু হবে ভিএফএক্স-নির্ভর এই সিনেমার শুটিং।

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির অপেক্ষায়। চলতি বছরে ১১ আগস্ট মুক্তি পাবে এ সিনেমা। এরপরই ২০১৮ সালের স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পেওনেসে’র বলিউড ভার্সনে অভিনয় করতে চলেছেন আমির। একদল মানসিক ভারসাম্যহীন মানুষ কীভাবে বাস্কেটবল চাম্পিয়নশিপ জিতে নেয় এক নতুন কোচের অধীনে, তা-ই এই সিনেমার গল্প। তবে নতুন কোচ একাধারে বদরাগী আর মাতাল। এই কোচের ভূমিকাতেই দেখা মিলবে আমির খানের। সিনেমাটি পরিচালনা করছেন আরএস প্রসন্ন।

অন্যদিকে সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিমেল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রণবীর। এ সিনেমায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল ও রাশমিকাকে। লাভ রঞ্জন পরিচালিত নাম ঠিক না হওয়া সিনেমার শুটিংও কিছুটা বাকি।

রণবীর কাপুরের একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়। যার মধ্যে অন্যতম ‘ব্রহ্মাস্ত্র’, ‘শামশেরা’। হৃতিক রোশনের সঙ্গে রামায়ণে ভগবান রাম চরিত্রে অভিনয় করারও কথা চলছে এই অভিনেতার। যদিও আমির খানের সিনেমাটির মতো এটিরও শুটিং শুরু হতে কমপক্ষে এক বছর সময় লাগবে। নীতেশ তিওয়ারি ‘রামায়ণ’ পরিচালনা করবেন। তিনি বর্তমানে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরকে নিয়ে ‘বাওয়াল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমার শুটিংয়ের পরই রামায়ণের প্রস্তুতি শুরু করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত