Ajker Patrika

১২ ইউপিতে নৌকার প্রার্থী চূড়ান্ত

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫২
১২ ইউপিতে নৌকার প্রার্থী চূড়ান্ত

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার রাতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

জানা গেছে, গত শুক্রবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেওয়া হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি, সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক পাওয়া ব্যক্তিরা হলেন-রাজাপুর ইউনিয়নে মিজানুর রহমান খান, পূর্ব ইলিশা ইউনিয়নে সোহরাওয়ার্দী মাস্টার, পশ্চিম ইলিশা ইউনিয়নে মোহাম্মদ জহিরুল ইসলাম, বাপ্তা ইউনিয়নে ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ধনিয়া ইউনিয়নে এমদাদ হোসেন কবির, শিবপুর ইউনিয়নে জসিম উদ্দিন, আলীনগর ইউনিয়নে বশির আহমেদ, চরসামাইয়া ইউনিয়নে মহিউদ্দিন মাতব্বর, ভেদুরিয়া ইউনিয়নে আব্দুল হাই মাস্টার, ভেলুমিয়া ইউনিয়নে আবদুস সালাম মাস্টার, দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ইফতারুল হাসান স্বপন ও উত্তর দিঘলদী ইউনিয়নে লিয়াকত হোসেন মনসুর।

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নৌকা প্রতীক পাওয়া ১২ প্রার্থীর মধ্যে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের ৩ জন দলীয় প্রার্থী এবারই প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন। তাঁরা হলেন-পূর্ব ইলিশা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহরাওয়ার্দী মাস্টার, পশ্চিম ইলিশা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম ও ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আব্দুল হাই মাস্টার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত