Ajker Patrika

দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ৩৬
দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মনিরামপুরে পৃথক স্থান থেকে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা দুজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁদের পরিবার।

গত শনিবার দিবাগত রাতে উপজেলার মাসনা বেগমপুর ও সোনাডাঙ্গা গ্রামে ঘটনা দুটি ঘটে।

খবর পেয়ে গতকাল রোববার মনিরামপুর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পৃথক ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আত্মহত্যার শিকার দুই নারী হলেন মাসনা বেগমপুর গ্রামের জামাল গাজীর স্ত্রী তানিয়া খাতুন (২০) ও সোনাডাঙ্গা গ্রামের রনি মল্লিকের স্ত্রীর শারমিন খাতুন (২০)।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘তানিয়ার স্বামী জামাল গাজী রাজমিস্ত্রির কাজ করেন। শনিবার বিকেলে তিনি কাজ থেকে ফিরে এলে তানিয়া উপজেলার পদ্মনাথপুর গ্রামে বাবা শওকত আলীর বাড়িতে যাওয়ার বায়না ধরেন। জামাল রাজি না হয় তানিয়া অভিমান করেন। পরে সন্ধ্যায় স্বামী ও পাঁচ বছরের ছেলেকে মসজিদে নামাজ পড়তে পাঠিয়ে দেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন তানিয়া।’

আশরাফুল আলম আরও বলেন, ‘মসজিদ থেকে ফিরে শিশুটি তার মাকে ঝুলতে দেখে চিৎকার দেন। খবর পেয়ে জামাল স্ত্রীকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে আনেন। হাসপাতালে আনার পর চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।’

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘গৃহবধূ তানিয়ার মৃত্যু রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

এ দিকে মাত্র ৮ মাস আগে উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রনি মল্লিকের সঙ্গে বিয়ে হয় শারমিন খাতুন (২০) নামে এক তরুণীর। গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময়ে ঘরে আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন ওই নারী।’

মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, ‘শনিবার রাতে স্ত্রীকে নিয়ে বারান্দায় ঘুমিয়ে পড়েন রনি। ৩টার দিকে ঘুম থেকে জেগে স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়ানো অবস্থায় স্ত্রীকে মৃত ঝুলতে দেখেন রনি। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে শারমিনের লাশ নামিয়ে আনেন।’

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ আকতারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মানসিক ভারসাম্যহীন হওয়ায় শারমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত