Ajker Patrika

কবিতার বাড়িতে মিষ্টি পাঠালেন চিফ হুইপ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
কবিতার বাড়িতে মিষ্টি পাঠালেন চিফ হুইপ

মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দরিদ্র কবিতা আক্তারের ভালো কলেজে ভর্তিসহ লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা ছিল। এবার তার সব শঙ্কা দূর হলো। গতকাল বৃহস্পতিবার কবিতার বাড়িতে মিষ্টি পাঠান জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। পরে তিনি ফোনে কবিতার কলেজে ভর্তির খোঁজখবর নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, কবিতার পরিবারকে জরাজীর্ণ ঘর নির্মাণের জন্য উপজেলা পরিষদ থেকে পাঁচ বান্ডিল টিন ও ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এদিকে চিফ হুইপের নির্দেশনায় কবিতাকে মাসিক বৃত্তি ও সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।

চলতি বছর শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের ভোকেশনাল শাখা থেকে জিপিএ-৫ পায় কবিতা। উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের ভ্যানচালক কুদ্দুস সরদারের মেয়ে সে। তার মা অন্য বাড়িতে কাজ করে সংসার চালান।

চিফ হুইপ বলেন, ‘মেয়েটির মা-বাবা অনেক কষ্ট করে ওকে পড়িয়ে এই ভালো ফলাফল করিয়েছেন। সবারই উচিত এদের পাশে দাঁড়ানো। ওদের ঘরের জন্য টিন ও টাকা দেওয়া হয়েছে। জেলা পরিষদ থেকে সেলাই মেশিন ও বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ওর লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত