Ajker Patrika

শব্দের আড়ালে গল্প: ছিনিমিনি খেলা

রাজীব কুমার সাহা
শব্দের আড়ালে গল্প: ছিনিমিনি  খেলা

আমাদের দৈনন্দিন জীবনের একটি পরিচিত শব্দবন্ধ হলো ছিনিমিনি খেলা। আমরা প্রায়ই কথাবার্তায় এ শব্দবন্ধটির অবতারণা করি। ‘দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা’ বা ‘মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা’ সচরাচর এমন প্রসঙ্গে এ শব্দবন্ধটির ব্যবহার পরিলক্ষিত হয়। কিন্তু এই ছিনিমিনি খেলার প্রকৃত অর্থ কী? কীভাবে খেলতে হয় এ খেলা? এই শব্দবন্ধ কীভাবে তার আক্ষরিক অর্থ ছাপিয়ে আলংকারিক অর্থে প্রধান হয়ে উঠল? আজ জানব এই শব্দবন্ধের ইতিবৃত্ত।

‘ছিনিমিনি’ দেশি শব্দ। এর আক্ষরিক অর্থ হলো পুকুর বা জলাশয়ে খোলামকুচি (মাটির হাঁড়ি, কলসি প্রভৃতির ভাঙা টুকরো) ছুড়ে ভাসানোর খেলাবিশেষ। আর এর আলংকারিক অর্থ হলো স্বেচ্ছাচারিতা, অর্থের অপচয় বা হেলাফেলায় বেহিসাবি ব্যয় করা, নষ্ট করা।ইংরেজিতে এই খেলাকে বলে ‘গেম অব ডাক অ্যান্ড ড্রেকস’। এবার সবিস্তারে আলোচনা করি।

মূলত ছিনিমিনি ছোটদের একটি চমৎকার খেলাবিশেষ। শান্ত জলাশয় বা পুকুরে এটি খেলতে হয়। মাটির হাঁড়ি-পাতিল, কলসি প্রভৃতির ভাঙা ছোট টুকরোকে বলা হয় খোলামকুচি বা খাপরা। এই খাপরা বা ছোট টুকরো পুকুরে বিশেষ কৌশলে ছুড়ে মারার খেলাকে বলা হয় ছিনিমিনি। এই খেলায় মাটির হাঁড়ি-পাতিলের ভাঙা টুকরো কিংবা চ্যাপটা ঢিল পানিতে এমনভাবে ছোড়া হয় যেন তা ক্রমান্বয়ে একবার পানি ছুঁয়ে আরেকবার শূন্যে ভেসে লাফিয়ে চলা ব্যাঙের মতো সামনের দিকে ছুটতে থাকে।

এভাবে যার ছোড়া খোলামকুচি যত দূরে যেতে পারে, তাকে বিজয়ী ঘোষণা করা হয়। শিশু-কিশোরেরা গ্রামে গ্রামে, বিশেষ করে বর্ষার সময় এ খেলায় দারুণভাবে অংশগ্রহণ ও উপভোগ করে। তবে এ খেলাটি যে কেবল ছোটরাই খেলে তা নয়, বড়রাও ছিনিমিনি খেলেন।

কিন্তু দুটো খেলারই আলাদা আলাদা অর্থ রয়েছে। শিশু-কিশোরদের ক্ষেত্রে এটি নিছকই খেলাবিশেষ, কিন্তু বড়দের ক্ষেত্রে এটি কখনো টাকাপয়সা আবার কখনো অন্যের জীবন নিয়ে খেলা।

ছিনিমিনি খেলতে গিয়ে শিশু-কিশোরেরা অনেক সময় সুবিধাজনক আকারের খোলামকুচি না পেয়ে ঘরের ভালো হাঁড়ি-পাতিল ভেঙে টুকরো টুকরো করে এ খেলায় মত্ত হয়ে উঠত। খেলার ছলে মূল্যবান জিনিসপত্র নষ্ট করার এই শিশুসুলভ প্রবণতাটি শিশু-কিশোরদের হাত থেকে বড়দের মুখের ভাষায় আলংকারিক অর্থে স্থান করে নিয়েছে; অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে এ রকম ছেলেখেলা বা হেলাফেলা করলে তাকে বলা হয় ‘ছিনিমিনি খেলা’।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়ও আমরা ‘ছিনিমিনি খেলা’র সন্ধান পাই। তবে সেটি আক্ষরিক অর্থেই ছিনিমিনি খেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের ‘বালক’ শীর্ষক কবিতায় পাই,

‘মুখে জল নিয়ে আকাশে ছিটোতে ছিটোতে 
সাঁতার কাটে, 
ছিনিমিনি খেলে ঘাটে দাঁড়িয়ে, 
কঞ্চি নিয়ে করে মাছ-ধরা খেলা,’

পুরো রবীন্দ্রসাহিত্যে এই ছিনিমিনি খেলার প্রসঙ্গটি একবারই রয়েছে। এ ছাড়া আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লোকখেলা 
নিয়ে বেশ কয়েকটি শিশুতোষ নাটিকা রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি নাটিকা হলো ‘ছিনিমিনি খেলা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত