Ajker Patrika

স্কুলভবন ছড়ায় বিলীনের শঙ্কা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ২৬
স্কুলভবন ছড়ায়  বিলীনের শঙ্কা

ভাঙনের শঙ্কায় রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার শিল্প এলাকায় অবস্থিত বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভবন।

দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী অংশ ভাঙতে ভাঙতে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক মো. ইউসুফ। তিনি বলেন, ভাঙা অংশের পাশে খেলতে গিয়ে শিক্ষার্থীরা প্রায়ই আহত হয়। ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের ভবন। জরুরিভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের পূর্ব পাশে ছড়ার দিকে প্রায় ১০০ ফুট গর্ত সৃষ্টি গেছে। যেকোনো মুহূর্তে বিদ্যালয়ের ভবনের একটি অংশ ধসে ছড়ার মধ্যে পড়ে যেতে পারে।

ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, ‘বর্ষা মৌসুম আসলে বিদ্যালয়ের ভবনের একটি অংশ ছড়ায় বিলীন হয়ে যেতে পারে। এই অংশে ধারক দেয়াল নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিচ বলেন, ‘বিষয়টি শিক্ষা বিভাগ অবগত। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪০০ শিক্ষার্থী রয়েছে।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘ভাঙনরোধে ওই অংশে জরুরিভাবে ধারক দেয়াল নির্মাণ করতে হবে।’

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ‘ বিষয়টি আমাকে স্কুল কর্তৃপক্ষ অবহিত করেনি। তবে আমি সরেজমিন এ বিষয়ে খোঁজখবর নেব। প্রয়োজনীয় অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত