Ajker Patrika

আইআইইউসির টাকায় সস্ত্রীক যুক্তরাষ্ট্রে ভিসি

জমির উদ্দিন, চট্টগ্রাম
আইআইইউসির টাকায় সস্ত্রীক যুক্তরাষ্ট্রে ভিসি

প্রতিষ্ঠানের টাকায় সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। সফরে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় থেকে তিনি নগদ তুলে নিয়েছেন ১০ হাজার ডলার সমপরিমাণের টাকা। সফরের কারণ হিসেবে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা উল্লেখ করেছেন তিনি। যদিও বিশ্ববিদ্যালয়ের কোনো পর্ষদেই তাঁর এই সফরসংক্রান্ত বিষয়ে অনুমোদন নেই।

জানা গেছে, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সভা হয়েছিল। সেখানে উপাচার্য এ চুক্তিসংক্রান্ত কোনো তথ্য দেননি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটি ও রেজিস্ট্রার অফিসেও আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয় থেকে চুক্তি স্বাক্ষরসংক্রান্ত কোনো চিঠি বা নথি আসেনি।

আইআইইউসির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের আমেরিকা সফরসংক্রান্ত একটি চিঠি এই প্রতিবেদকের হাতে এসেছে। ২ এপ্রিল উপাচার্যের পক্ষ থেকে আইআইইউসি রেজিস্ট্রার বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স (ডব্লিউইউএসটি) অ্যান্ড টেকনোলজির সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর এবং সাউথ আলাবামা ইউনিভার্সিটির (এসএইউ) সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমেরিকা সফর করবেন উপাচার্য। তাঁর এই সফরকালীন উপাচার্যের অফিস ‘দেখভাল’ করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলা।

আইআইইউসি রেজিস্ট্রার দপ্তরের একাধিক সূত্র জানায়, ২ এপ্রিল এই চিঠি দিয়ে ৩ এপ্রিলই দেশত্যাগ করেছেন ড. আনোয়ারুল আজিম আরিফ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। উড়াল দেওয়ার আগে আইআইইউসির কোনো পর্ষদের অনুমোদন ছাড়াই ১০ হাজার ডলার সমপরিমাণ অর্থ উপাচার্যের নামে বরাদ্দ দেওয়া হয় ক্যাশ চেকের মাধ্যমে।

এ বিষয়ে জানতে চাইলে আইআইইউসির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার বলেন, তিনি (উপাচার্য) আমেরিকার একটি ইউনিভার্সিটির সঙ্গে এমইইউ সই করার কাজে আমেরিকায় সফরে গেছেন। টাকা নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জানেন।

আইআইইউসির ট্রেজারার হুমায়ুন কবির উপাচার্যের টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত