Ajker Patrika

বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের ভবিষ্যৎ কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০: ৫৭
বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের ভবিষ্যৎ কী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পরিষদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের নাম ঘোষণা হলেও বোর্ড এখনো জানায়নি জাতীয় দলের বর্তমান পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের ভবিষ্যৎ কী।

প্রিন্স বাংলাদেশ দলের খণ্ডকালীন দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন গত জুনের জিম্বাবুয়ে সফরে। সে ‘পরীক্ষা’য় ভালোভাবে উত্তীর্ণ হওয়ায় বিসিবি গত ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে জানায়, প্রিন্স পূর্ণ মেয়াদেই বাংলাদেশ দলে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন। সাবেক এই প্রোটিয়া ব্যাটারের চুক্তির মেয়াদ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

চুক্তি অনুযায়ী, প্রিন্সের সামনে এখনো প্রায় এক বছর বাকি আছে। এখন তাঁকে বিসিবির নতুন কোনো দলের ব্যাটিং পরামর্শক হিসেবে বদলি করা হবে নাকি তাঁর বাংলাদেশ অধ্যায়ই শেষ? সূত্র বলছে, দলের এই প্রোটিয়া পরামর্শকের বাংলাদেশ-পর্ব শেষ হয়ে যাচ্ছে আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের পরই। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের কথাতেও সেই ইঙ্গিতই মিলল, ‘যদি তাঁকে (প্রিন্স) না রাখি, তাহলে আর বিশ্বকাপ (২০২২) পর্যন্ত চিন্তা করব না। এটা নির্ভর করছে সিডন্সকে কোথায় আমরা কাজে লাগাব। আসলে আমরা সব পরিষ্কার করব নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে।’

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতো বিসিবির সঙ্গে প্রিন্সের চুক্তিও মাসভিত্তিক। জানুয়ারিতেই যদি প্রিন্সের মেয়াদ শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে চুক্তির বাকি অংশের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিষয় আছে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। বর্তমান ব্যাটিং পরামর্শকের বিষয়টি পুরোপুরি পরিষ্কার না করেই নতুন যে পরামর্শক চূড়ান্ত করেছে বিসিবি, তাঁর কাজের ক্ষেত্রও নির্ধারণ করা হয়নি—সেটি গত শুক্রবার বোর্ডসভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন। গতকাল জালালও বললেন একই কথা, ‘তাঁর (সিডন্স) চুক্তির শর্তেই বলা হয়েছে, যেকোনো জায়গায় কাজে লাগানো যাবে। সময় বুঝে যদি মনে হয়, মূল দলে কাজ করবে, তো করবে। তাঁর ভূমিকা আমরা আরও কিছুদিন পর নির্দিষ্ট করব।’

গত ১৬ মাসেই বাংলাদেশ দলে চারজন ব্যাটিং পরামর্শক দেখা গেল। গত বছর সেপ্টেম্বরে নিল ম্যাকেঞ্জি চাকরি ছেড়ে দিলে ক্রেইগ ম্যাকমিলানকে চূড়ান্ত করেছিল বিসিবি। পারিবারিক কারণে সাবেক কিউই ব্যাটার পরে আর আসেননি। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য বিসিবি জন লুইসকে দায়িত্ব দেয়। ইংলিশ এই কোচের পারফরম্যান্সে অবশ্য বিসিবি সন্তুষ্ট হতে পারেনি। জুনে জিম্বাবুয়ে সফর থেকে কাজ শুরু করেন প্রিন্স।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল ভালো করায় প্রিন্সকে পূর্ণ মেয়াদে চূড়ান্ত করার পর অক্টোবর-নভেম্বরে ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় দলের ভরাডুবির পর বিসিবি আবারও খুঁজেছে নতুন পরামর্শক। গত দেড় বছরে ব্যাটিং পরামর্শকের জায়গাটা বাংলাদেশ দলে যেভাবে ‘মিউজিক্যাল চেয়ার’ হয়ে গেছে, সিডন্সের জন্য পরীক্ষাটা কঠিনই হতে যাচ্ছে নিশ্চিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত