Ajker Patrika

ঈদের টেলিফিল্ম ‘রুচির দুর্ভিক্ষ’

ঈদের টেলিফিল্ম ‘রুচির দুর্ভিক্ষ’

কয়েক মাস আগে রুচির দুর্ভিক্ষ নিয়ে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বয়ে যায়। পরে এমন মন্তব্যের ব্যাখাও দিয়েছেন মামুনুর রশীদ। তবে থামেনি আলোচনা-সমালোচনা। এবার ‘রুচির দুর্ভিক্ষ’ নামের টেলিফিল্ম নির্মাণ করছেন কচি খন্দকার। এতে অভিনয় করছেন মামুনুর রশীদ, শামীমা নাজনীন, চাষী আলম, মুসাফির বাচ্চু, মাইমুনা মম, ফরহাদ লিমন প্রমুখ।

রুচির দুর্ভিক্ষ টেলিফিল্মের গল্পে দেখা যাবে শাস্ত্রীয় সংগীতের সাধনায় মগ্ন মামুনুর রশীদ। সব সময় শাস্ত্রীয় জগতেই মন পড়ে থাকে তাঁর। জাতীয় দৈনিকে লেখালেখিও করেন নিয়মিত। শিল্প-সাহিত্যের উঁচু ভাবনা নিয়েই তাঁর বসবাস। তাঁর স্ত্রীর মাথায় এত উঁচু মাপের চিন্তাভাবনা ঢোকে না। তিনি বই পড়েন, সাধারণ জীবন যাপন করেন। মামুনুর রশীদের তিন ছেলে বাবার বিপরীত। তারা ফেসবুক লাইভ করে, ইউটিউবে ভিডিও বানায়, টিকটক করে, অনলাইন বিজনেস করে। জনপ্রিয়তাও পায়। তবে তাদের বাবা সেটা জানতেন না। যখন ছেলের বিয়ের অনুষ্ঠানে গানের নামে ডিজে পার্টির আয়োজন করা হয়, তখন বড়সড় একটা ধাক্কা খান বাবা। বিভেদ তৈরি হয় তাদের মধ্যে। একটা সময় মামুনুর রশীদ বাড়ি থেকে চলে যেতে চান।

নির্মাতা কচি খন্দকার বলেন, ‘রুচি তো শুধু গান, নাটক বা সিনেমা নির্মাণেই সীমাবদ্ধ না। সব ক্ষেত্রেই রুচির দুর্ভিক্ষ চলছে। তবে সেটা রক্ষা করার দায়িত্ব কেউ নিচ্ছে না। মূল্যবোধের জায়গায় আমরা যে অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি, সেখান থেকেই এ টেলিফিল্মটি নির্মাণ করা হচ্ছে। আশা করি সমসাময়িক গল্পের টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।’
পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন কচি খন্দকার। বর্তমানে চলছে শুটিং। আসন্ন কোরবানির ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ