Ajker Patrika

সুরে ও নাচে ম্রোদের ‘চমুংপক পই’ সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ১৭
সুরে ও নাচে ম্রোদের ‘চমুংপক পই’ সম্পন্ন

বান্দরবানে ম্রো জনগোষ্ঠীর জুমের ফসল তোলা শেষে আড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়েছেন নবান্ন উৎসব চমুংপক পই। গতকাল শনিবার সকালে বান্দরবান সদর উপজেলার চিম্বুক সড়কের নোয়াপাড়া ৯ মাইল এলাকার বটতলী মাঠে এই উৎসব ও লোক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ম্রো জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের নারী-পুরুষের সরব উপস্থিত, নাচ-গান আর মুগ্ধকর বাঁশি বাজানোর সুরের মূর্ছনায় মোহিত হন সবাই। পাহাড়ে চাষ করা জুমের ফসল তোলা শেষে বছরে একবার আয়োজন করা হয় নবান্ন উৎসব। এতে ম্রোদের মনে নতুন ভাবে আনন্দ ও ঐক্যের সেতুবন্ধন তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন। ম্রো অধ্যুষিত বসন্তপাড়া কার্বারি মংরাই ম্রোর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের (কেএসআই) পরিচালক মংনুচিং, বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের উপ-বার্তা পরিদর্শক অজিত কুমার নাথ, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কেএসআইর সহকারী পরিচালক লীলা ম্রো প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পাড়ার ম্রো শিশু-কিশোর-তরুণসহ নানা বয়সী নারী-পুরুষ সমবেত হন। এ সময় ম্রো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাঁশি নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত