Ajker Patrika

সম্মাননা পেলেন তারকাদের মায়েরা

সম্মাননা পেলেন তারকাদের মায়েরা

গতকাল ছিল বিশ্ব মা দিবস। এ উপলক্ষে সম্মাননা পেলেন শোবিজ তারকাদের মায়েরা। বেসরকারি টিভি চ্যানেল আরটিভি দ্বিতীয়বারের মতো প্রদান করল ‘স্বপ্নজয়ী মা সম্মাননা’। অন্যদিকে আলী-রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে তৃতীয়বারের মতো দেওয়া হলো মা পদক।

সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ মে দেওয়া হলো আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪। রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ৫ জন স্বপ্নজয়ী মায়ের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক। সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভানের মা সোহেলী আহমেদ ও সাফা কবিরের মা জেসমিন কবির। সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

মা দিবস উপলক্ষে সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ও আলী-রূপা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে মা পদক ২০২৪ পেয়েছেন অভিনেত্রী আনোয়ারা বেগম, সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের মা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী রিচি সোলায়মান, বিদ্যা সিনহা মিম, রাফিয়াত রশিদ মিথিলা, কেয়া পায়েল, অভিনেতা ইন্তেখাব দিনার, এফ এস নাঈম, ইমন, কণ্ঠশিল্পী ইউসুফ, লুইপা, উপস্থাপিকা রুহানী লাবণ্য, সাংবাদিক অভি মঈনুদ্দীন ও সাদিয়া ন্যান্‌সির মা।

 শান্তা জাহানের উপস্থাপনায় রাজধানীর হোটেল রিজেন্সির বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত