Ajker Patrika

অবসরে ভালোবাসায় সিক্ত পুলিশ কর্মকর্তা

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২২: ৫৩
অবসরে ভালোবাসায় সিক্ত পুলিশ কর্মকর্তা

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের মো. জয়নাল আবেদীন। বাংলাদেশ পুলিশে ৩৭ বছর চাকরির পর গেছেন অবসরে। অবসর শেষে গতকাল শুক্রবার সকাল ১১টায় ফিরে আসেন কাওরাইদের নিজ গ্রাম বিধাইয়ে। এ সময় গ্রামবাসী বিপুল উৎসাহ-উদ্‌যাপনে তাঁকে বরণ করে নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার জয়নালের গ্রামে ফেরার খবরে বিধাই গ্রামের কয়েক শ মানুষ ছুটে আসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনা বাজারে। দুপুর ১১টার সময় পুলিশের একটি গাড়িতে করে জৈনা বাজারে পৌঁছান জয়নাল। এ সময় তাঁর গ্রামের বাসিন্দারা বাদ্যযন্ত্র বাজিয়ে, মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বাড়িতে নিয়ে যান।

বিধাই গ্রামের শাহনুর রহমান সোহাগ বলেন, পুলিশ বাহিনীতে তাঁর মতো সদস্য পাওয়া খুবই কঠিন। দীর্ঘ ৩৭ বছর চাকরি জীবন দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। এ জন্য আজ গ্রামের মানুষ তাঁকে সাদরে গ্রহণ করলেন।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোমেনুল কাদের বলেন, ‘প্রতিটি পুলিশ সদস্যের জন্য এটি নজির হয়ে থাকবে। নিঃসন্দেহে একজন নিষ্ঠাবান পুলিশ সদস্যের একটি বড় পাওয়া।’

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, ‘গ্রামবাসীদের কাছ থেকে যা পেয়েছি তার প্রতিদান কোনো দিন দেওয়ার নয়। দীর্ঘ চাকরি জীবনে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি।’

অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি আব্দুল কাদির বলেন, ‘এটাই একজন পুলিশ সদস্যের জীবনে সবচেয়ে বড় পাওয়া। তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।’

উল্লেখ্য, মো. জয়নাল আবেদীন ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। এরপর পর্যায়ক্রমে পরিদর্শক পদে পদোন্নতি পান তিনি। পরিদর্শক হিসেবে সর্বশেষ গাজীপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন জয়নাল। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত