Ajker Patrika

বাজারে পেঁয়াজ আদা আলুর দাম বাড়তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৩: ৫১
বাজারে পেঁয়াজ আদা আলুর দাম বাড়তি

রাজধানী ঢাকার বাজারে দুই-তিন দিনের ব্যবধানে পেঁয়াজ, আদা, আলু, ময়দা, পাম তেলসহ কয়েকটি পণ্যের দাম বাড়তির দিকে। তবে কয়েক দিনের তুলনায় সবজির দাম কিছুটা কমছে। পরিবহনব্যয় বাড়ায় বাজারে কয়েকটি পণ্যের দাম একটু চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল রাজধানীর পুরান ঢাকার আজিমপুর এলাকার টং দোকানে আলু বিক্রি হয়েছে কেজিতে ২৮-৩০ টাকায়। নিউমার্কেটে ২৫-২৬ টাকায়। আর কারওয়ান বাজারে তা ১৮-২০ টাকায় বিক্রি হয়েছে। বাজারভেদে দামের বিপুল ব্যবধান থাকলেও কর্তৃপক্ষের নজরদারি নেই বলে মনে করছেন ভোক্তারা।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দুই-তিন দিনের ব্যবধানে পাইকারি ও ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়েছে। পরিবহন ভাড়া বাড়ায় ও মজুত করে রাখার কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে। তবে দেশে পেঁয়াজের ঘাটতি নেই। বিশেষ করে দেশের মোকামগুলোতে এখনো বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে।

কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী দুলাল হোসেন জানান, তাঁরা পাল্লায় ৫ কেজি আলু ৮৫-৯০ টাকায় বিক্রি করছেন। খুচরা বাজারে অতিরিক্ত বেশি দাম সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তিনি।

পাবনার সুজানগর এলাকার পেঁয়াজচাষি মামুনুর রহমান জানান, তিনি এ বছর দুই হাজার মণ পেঁয়াজ মজুত করেছিলেন। পচনশীল পণ্য হওয়ায় মৌসুমের শেষের দিকে এসে মণে ১০-১২ কেজি নষ্ট হয়ে গেছে। এদিকে মাসখানেকের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ অবস্থায় তাঁদের কিছুটা লোকসানে পুরোনো পেঁয়াজ ছেড়ে দিতে হচ্ছে। তাঁদের বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।

ফরিদপুরের সদর উপজেলার পেঁয়াজচাষি মাজেদ হোসেন জানান, তাঁদের এলাকার প্রায় প্রতিটি অবস্থাসম্পন্ন কৃষকের ঘরে ১০০-১৫০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। তিনি মৌসুমের শুরুতে ৫০০ মণ পেঁয়াজ মজুত করেছিলেন। বর্তমানে ২০০ মণের মতো মজুত রয়েছে। তাঁদের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৮০০ টাকায়।

পেঁয়াজের মতো ঢাকায় আরও কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। পুরান ঢাকার মৌলভীবাজারের ভোজ্য তেল ব্যবসায়ীরা জানান, তাঁদের বাজারে পাইকারি ভোজ্য তেল মিল গেটে আগের চেয়ে প্রতি মণ ৭০-৮০ টাকা কমে বিক্রি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত