Ajker Patrika

চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন মা-শিশুরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ৫৩
চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন মা-শিশুরা

মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে (মা ও শিশু) টানা ২০ মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা। ২০ মাস ধরে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে ঝুলছে তালা। চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে ঘিওর সদর ইউনিয়নের মা ও শিশুর চিকিৎসা কার্যক্রম।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবার পরিকল্পনা বিভাগের (মা ও শিশু) ডা. শামীম মো. আকরাম গত বছরের ফেব্রুয়ারিতে বদলি হয়ে অন্য জায়গায় যান। এরপর টানা ২০ মাস তাঁর জায়গায় নিয়োগ হয়নি অন্য কোনো স্বাস্থ্য কর্মকর্তা। সেই থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু বিভাগের স্বাস্থ্য কর্মকর্তার কক্ষটিতে তালা ঝুলছে। ফলে মা ও শিশু রোগীদের প্রতিদিন চিকিৎসা নিতে এসে ফিরে যেতে হচ্ছে। এতে গর্ভবতী মায়েরা এবং শিশু রোগীরা চরম দুর্ভোগে আছে।

এদিকে, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ইউনিয়ন পর্যায়ে নিজস্ব তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিচালনা করে। তবে এ সব কেন্দ্রে কোনো চিকিৎসক নেই। উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তারা কোনোমতো চিকিৎসা সেবা দিচ্ছেন। এসব কেন্দ্রের মধ্যে বড়টিয়া কেন্দ্রটি মাত্র একজন কর্মচারী দিয়েই চলছে পুরো কার্যক্রম। তিনিও দুই দিন চিকিৎসা কার্যক্রম চালিয়ে বাকি তিন দিন অনুপস্থিত থাকেন।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে চিকিৎসা নিতে এসেছেন সদর ইউনিয়নের বটতলা এলাকার সন্তান সম্ভবা ইয়াসমিন আক্তার। তিনি বলেন, ‘পরপর দুই দিন হাসপাতালে গিয়ে ডাক্তার পাইনি। পরে জেলা শহরে বেসরকারি চিকিৎসক দেখিয়েছি।’

হাসপাতালে আসা মাইলাঘী এলাকার আমির হোসেন বলেন, দুই মাসের শিশু সন্তান কোলে নিয়ে এসেছেন তাঁর স্ত্রী রেখা আক্তার। শিশুটির জন্মের পর থেকেই ঠান্ডার সমস্যায় ভুগছে। এ জন্য বিভিন্ন ক্লিনিকে ডাক্তারও দেখিয়েছেন। আজ এসেছেন বাড়ির কাছের এই সরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসক না থাকায় ফিরে যাচ্ছেন তাঁরা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘আমাদের জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কর্মকর্তা দরকার। এই বিভাগের চিকিৎসক না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়টি অবগত করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত