Ajker Patrika

গুম-খুনের নেপথ্যে কারা?

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ৩৪
গুম-খুনের নেপথ্যে কারা?

বান্দরবানে গত ৩ বছরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাতজন নেতা-কর্মী অপহরণ, গুম ও খুনের শিকার হয়েছেন। সর্বশেষ খুন গত মঙ্গলবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উথোয়াইনু মারমা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ খুনের কারণ ও কারা জড়িত তা জানাতে পারেনি পুলিশ।

তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াই মারমা ও তারাছা মৌজা হেডম্যান উনিহ্লা বলেন, উথোয়াইনু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তিনি কৃষিকাজ করতেন। তিনি নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তাঁর কোনো শত্রু থাকতে পারে, তা তাঁদের জানা নেই।

এদিকে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা জানা গেছে, বান্দরবানে এর আগেও আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা অপহরণ, গুম ও খুনের শিকার হয়েছেন। এসব ঘটনায় পার্বত্য শান্তিচুক্তির সাক্ষরকারী জনসংহতি সমিতির (জেএসএস) নেতাদের আসামি করে মামলা করা হয়। এরপর সংগঠনের কেন্দ্রীয় নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা উথোয়াইনু মারমা হত্যায়ও সংগঠনটির হাত থাকতে পারে। উথোয়াইনু নিহত হওয়ার ঘটনায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিংয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের ইঙ্গিত পাওয়া যায়।

কারও নাম উল্লেখ না করলেও বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ে, বিশেষ করে বান্দরবানে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি মহল চেষ্টা করছে। একই সময় জেলা আওয়ামী লীগের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবানের স্বাভাবিক ও সম্প্রীতিময় পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে আওয়ামী লীগ, রাজনীতি সচেতন স্থানীয় বাসিন্দাদের মতে, আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছরপূর্তি হবে। শান্তিচুক্তি করলেও জেএসএস নেতারা প্রায়ই বলে আসছেন, সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়।

গত ৫ নভেম্বর জেএসএস প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা রাঙামাটিতে এক অনুষ্ঠানে সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা চুক্তি-পূর্ববর্তী অবস্থায় চলে যাচ্ছে।

গত ৩ বছরে বান্দরবানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্তত ছয়জন নেতা অপহরণ, গুম ও খুনের শিকার হয়েছেন। উথোয়াইনু মারমা খুন হওয়ার পর এ নিয়ে আওয়ামী লীগ, জনপ্রতিনিধি বা এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরাও সরাসরি কিছুই বলছেন না। কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় রাজনীতিকদের সূত্রে জানা গেছে, আগে জেএসএস নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সুসম্পর্ক ছিল। নির্বাচনে জেএসএস আওয়ামী লীগকে নীরবে সমর্থন দিত। কিন্তু কয়েক বছর ধরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জেএসএস নেতাদের সম্পর্ক ভালো যাচ্ছে না।

এসব হত্যাকাণ্ডের পেছনে জমি নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির টাকা ভাগাভাগির ঘটনাও রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।

গত বছরের ২২ ফেব্রুয়ারি বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়িতে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাছুনো মারমা নিহত হন। আহত হন যুবলীগ নেতাসহ ৫ জন।

এ ছাড়া চলতি বছরের ১৯ জুলাই সদর উপজেলার ক্যামলং পাড়ার বাজার থেকে কুহালং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পল্লি চিকিৎসক অংক্যথোয়াই মারমাকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করা হয়। এর একদিন পর প্রায় ৭ কিলোমিটার দূরে বাকিছড়া পরিত্যক্ত একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে ২০১৯ সালে বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগ সহসভাপতি চাইথোয়াই মারমা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

সর্বশেষ গত মঙ্গলবার খুন হলেন তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উথোয়াইনু মারমা। এ সময় তাঁর পাশে থাকা এক নারী গুলিবিদ্ধ হন। এ বিষয়ে গতকাল বিকেলে জানতে চাইলে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা হয়নি। মামলা হলে কাদের আসামি করা হয় বা কোনো সন্দেহ করা হয় কি না, তার ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম চলবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী খুনিদের শনাক্তের চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত