Ajker Patrika

সমাহিত হলেন গাজী মাজহারুল আনোয়ার

সমাহিত হলেন গাজী মাজহারুল আনোয়ার

গতকাল সন্ধ্যায় বনানীতে মায়ের কবরে সমাহিত হলেন প্রয়াত কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। তার আগে বেলা ১১টার দিকে গীতিকবির মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন গাজী মাজহারুল আনোয়ার। শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, মনির খান, নকীব খান, আসিফ ইকবাল, শেখ সাদী খান, মানাম আহমেদ, ইমন সাহাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা গীতিকারের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণা করেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও আসেন গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে। বাবাকে হারিয়ে গায়িকা দিঠি কাঁদতে কাঁদতে বললেন, ‘আব্বু বলতেন, ‘‘দেশের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, এর চেয়ে বড় পুরস্কার আর তো নাই রে মা।’’ আমার আব্বু ভালো মানুষ ছিলেন, তাই শান্তিপূর্ণভাবে চলে গেলেন।’

দুপুরে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা। এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন, রোজিনা, ওমর সানি, বাপ্পি, অরুণা বিশ্বাস, নিপুণ, সাইমন, নির্মাতা কাজী হায়াৎ, সোহানুর রহমান সোহানসহ অনেকে। শুভেচ্ছা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, এফডিসি প্রশাসন, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, চলচ্চিত্র পরিষদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। সবশেষে গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে মা খাদেজা বেগমের কবরে সমাহিত করা হয় গাজী মাজহারুল আনোয়ারকে।উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান গাজী মাজহারুল আনোয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত