Ajker Patrika

৩৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৩
৩৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ব্রাহ্মণপাড়া উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতজন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৪ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গত সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মালাপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন ভূঁইয়া, মো. মনির হোসেন, মো. সালাউদ্দিন, দুলালপুর ইউপিতে মো. কাশেদুল ইসলাম ভূঁইয়া, মাধবপুর ইউপিতে মোহাম্মদ আবু ইউছুফ, শিদলাই ইউপিতে গাজী সাইদুর ইসলাম ও মো. শাহ পরান মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এদিকে মালাপাড়ায় সাধারণ সদস্য পদে রুবেল মিয়া, সেলিম মিয়া, দেলোয়ার, সুলতান আহমেদ, মো. জুয়েল আহামেদ, মো. মিজানুর রহমান, দুলালপুরে তারু মিয়া, শশীদলে মো. আল হেলাল মিয়া, মিজানুর রহমান, মো. সহিদ মিয়া, মো. আলা উদ্দিন, শাহিন মিয়া, সুলতান, সাহেবাবাদে হুমায়ন কবির, মজলম, অদুধ মিয়া, ব্রাহ্মণপাড়া সদরে কাজল চন্দ্র সরকার, মো. ইউনুছ মিয়া, মাধবপুরে খাজন মিয়া, মাসুদ নুর নানু, মো. তাজুল ইসলাম, শিদলাইতে খোরশেদ, মাসুম মিয়া, মো. শাহ আলম ও মো. সোহেল রানা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বুবুল আহমেদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত