Ajker Patrika

৭ ইউপির ৫টিতেই নৌকাডুবি

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ৫১
৭ ইউপির ৫টিতেই নৌকাডুবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তীরে ফেলা হলো না ৫ নৌকার মাঝির। এ উপজেলায় দলীয় মনোনয়নে অনুষ্ঠিত ৭টি ইউপি নির্বাচনের মধ্যে ৫ টিতে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা। মাত্র ২টি ইউপি থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন।

পরাজিত ৫টি ইউনিয়নে নৌকার মাঝিদের ব্যালটের মাধ্যমে বয়কট করে সাধারণ ভোটাররা। এই ৫ টির মধ্যে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি।

গতকাল শুক্রবার বিকেলে কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।

গত বৃহস্পতিবার বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপির সংসদীয় আসনের ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। আর প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম, এমপির সংসদীয় আসনের ৭টি ইউনিয়নে নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হয়।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া ৭ ইউনিয়নের মধ্যে কাশিয়ানী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী খোকনের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী মশিউর রহমান খান। এখানে মোহাম্মদ আলী খোকন আনারস প্রতীকে ৯০৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আর মশিউর রহমান খান নৌকা প্রতীকে পেয়েছেন ৫৩৬৯ ভোট।

সাজাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুল আলমের কাছে পরাজিত হয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুল আলম মোটরসাইকেল প্রতীকে ৬৬১২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৩১০ ভোট।

পারুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ২২৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিল্লাল হোসেন টেলিফোন প্রতীকে ১৬৪২ ভোট পেয়েছেন।

মাহমুদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মিরাজ চশমা প্রতীকে ১৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আলী অটোরিকশা প্রতীকে ১৪৩৫ ভোট পেয়েছেন।

রাতইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনজুরুল ইসলাম আনারস প্রতীকে ৩৪৫৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ডেভিড সুরঞ্জন বিশ্বাস থেকে এগিয়ে রয়েছেন। এখানে নৌকার প্রার্থী ও তার নেতা-কর্মীরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল দেওয়ায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

মহেশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে লুৎফর রহমান মিয়া ৪৬৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আবুল বাসার মোল্লা পেয়েছেন ৩৮৪৪ ভোট।

রাজপাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মিল্টন মিয়া ৪৩২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের সাইফুল সরদার পেয়েছেন ২২৯৯ ভোট।

উন্মুক্ত ৭ ইউনিয়নের ফুকরায় অটোরিকশা প্রতীকে শাহ ইশতিয়াক পটু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিজামকান্দি ইউনিয়নে টেলিফোন প্রতীকে কাজী নওশের আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পুইশুর ইউনিয়নে টেলিফোন প্রতীকে কামরুল ইসলাম সিকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেথুড়ী ইউনিয়নে চশমা প্রতীকে ইমরুল হাসান মিয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হাতিয়াড়া ইউনিয়নে চশমা প্রতীকে দেব দুলাল বিশ্বাস বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিংগা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে রথীন্দ্র নাথ বিশ্বাস বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা বলছেন, গোপালগঞ্জের কাশিয়ানীতে জনবিচ্ছিন্ন প্রার্থীদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আর তাই ৭ টির মধ্যে ৫ টিতেই পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত