Ajker Patrika

নগরীতে সাত দিনের সুবর্ণজয়ন্তী মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২: ৩৪
নগরীতে সাত দিনের সুবর্ণজয়ন্তী মেলা শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ির জিমনেসিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ৮৮টি প্রতিষ্ঠান তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিক্রয় ও প্রদর্শন করবে। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য এ মেলা উন্মুক্ত থাকবে।

উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, কৃষি, মৎস্য, গণপূর্ত, শিক্ষা, খাদ্য থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তর তাদের স্টল দিয়েছে। এসব স্টলে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজগুলো মেলায় আসা মানুষদের প্রদর্শন করা হচ্ছে।

মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও অংশগ্রহণ করেছে মমতা, কোডেক, ইপসা, ম্যাক্স হসপিটালসহ কয়েকটি বেসরকারি এনজিও ও সেবামূলক প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত