Ajker Patrika

১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবে আইএএফএম

বিনোদন প্রতিবেক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭: ১১
১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবে আইএএফএম

২০২২ সালে ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)। বাংলাদেশ ও ভারতের ১৩টি চিত্রনাট্য নিয়ে নতুন ১৩টি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে তারা।

এ বছরের মে মাস থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য একটি স্ক্রিপ্ট ল্যাবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ল্যাবে জমা পড়ে ২০টি আইডিয়া বা গল্পধারণা। এই আইডিয়াগুলো থেকে তৈরি হয় ২০টি ট্রিটমেন্ট বা বিশদ গল্প। ল্যাবের প্রশিক্ষক ছিলেন ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সম্মানিত সদস্য, ইতালির প্রখ্যাত চিত্রনাট্যকার ও শিক্ষক জিওভানি রোবিয়ান। প্রশিক্ষণ শেষে তিনিই চূড়ান্ত চিত্রনাট্যের জন্য ১৩টি ট্রিটমেন্ট নির্বাচন করেন।

বাংলাদেশ থেকে কাহিনিচিত্রগুলোর চিত্রনাট্য লিখবেন পার্থগুপ্ত, এন রাশেদ চৌধুরী, তৌহিদুল আলম, তায়রান রাজ্জাক, মনির হোসেন, আমিন রবিন, মেহেদী মুস্তফা, জগন্ময় পাল, অনার্য মুর্শিদ ও সন্দীপ বিশ্বাস। ভারত থেকে লিখবেন নন্দিতা পাল, সুদীপ্ত কুন্ডু ও ভিবেক পোদ্দার।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার পরিচালক বিবেশ রায় জানান, জিওভানির প্রত্যক্ষ প্রশিক্ষণ ও পরামর্শে আজ ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট কর্মশালা। এই কর্মশালার মাধ্যমেই নির্বাচিত ১৩টি ট্রিটমেন্ট পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ পাবে।

স্ক্রিপ্ট ল্যাবে অংশগ্রহণকারী আইএএফএমের ফেলো চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ বলেন, ‘আইএএফএম-এর উদ্যোগে ও আন্তর্জাতিক কো-প্রোডাকশনের মাধ্যমে নির্বাচিত চিত্রনাট্যগুলো নিয়ে ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত