Ajker Patrika

রায়পুরে আ.লীগের পাঁচ নেতা বহিষ্কার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ৩৩
রায়পুরে আ.লীগের পাঁচ নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন স্বাক্ষরিত এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্লাহ দুলাল হাওলাদার, দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাবেক সভাপতি আবদুর রশিদ মোল্লা, চরপাতা ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি খোরশেদ আলম, কেরোয়া ইউনিয়ন কমিটির সদস্য বিল্লাল হোসেন বাবুল পাটওয়ারী ও দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন কমিটির সদস্য আবু তাহের মুন্সী। তাঁরা নিজ নিজ ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বহিষ্কারের বিষয়ে জাফর উল্লাহ দুলাল হাওলাদার বলেন, ‘আমাকে বহিষ্কারে যাঁদের ক্ষমতাই নেই তাঁরা আবার বহিষ্কার করার কথা বলেন কীভাবে? এ ধরনের বহিষ্কার ও অব্যাহতির নাটক বন্ধ হওয়া দরকার।’

এদিকে আব্দুর রশিদ মোল্লা বলেন, ‘আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা শুরুর আগেই লিখিতভাবে দল থেকে অব্যাহতি নিয়েছি। এখন নতুন করে আমাকে বহিষ্কারের কোনো মানেই হয় না।’ রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘কেউ আওয়ামী লীগের রাজনীতি করলে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তকে অমান্য করতে পারেন না। এ ছাড়া বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁদের বহিষ্কারাদেশ প্রস্তাব পাশ হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত