Ajker Patrika

ছিলেন গাড়ির অপেক্ষায় পিষে মারল পিকআপ ভ্যান

রাতুল মণ্ডল, শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬: ৫৫
ছিলেন গাড়ির অপেক্ষায় পিষে মারল পিকআপ ভ্যান

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মুরগিবাহী পিকআপ ভ্যানচাপায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে মো. তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে মো. ইব্রাহীম হাবিব (৩২)।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, গাড়িচাপায় নিহত ও আহত ব্যক্তিরা শ্রীপুর উপজেলার বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতেও তাঁরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন গাড়ির অপেক্ষায়। এ সময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জনি ও ইব্রাহীম হাবিব। গুরুতর আহত মো. তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এর আগেই ঘাতক চালক পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অটোরিকশা চালক নিহত

এদিকে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়েছে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান। এতে অটোরিকশাটির চালক জমিদার (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নয়নপুর বাজার এলাকার আরএকে সিরামিক কারখানার সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জমিদার (৩০)। তিনি শ্রীপুর পৌর এলাকার আনসার রোডে বসবাস করতেন। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই হাদিউল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক ওই অটোরিকশাটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন। এ সময় কাভার্ডভ্যান চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত