গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ের আগে কয়েক দিন ধরে হয়েছিল রিহার্সাল। সেখানেই প্রথম দেখা পরীমণি-শরিফুল রাজের। তখনই ভালো সম্পর্ক তৈরি হয় তাঁদের। ওই সময় আজকের পত্রিকাকে সহশিল্পী রাজকে নিয়ে পরী বলেছিলেন, ‘ও একদম পাগলা। তবে ওর প্রতি সবচেয়ে যে ভালো লাগা, কাছ থেকে মিশে ওর শিল্পসত্তার প্রেমে পড়েছি। ও পাগল, আমিও পাগল। অল্পদিনেই দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে।’ কেমন পাগল? পরী বলেন, ‘সারাক্ষণ আমাদের সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। আবার অভিনয়ে শতভাগ সিরিয়াস।’
সেই পাগলের প্রেমে পড়লেন পরী। বিয়ে করলেন। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সোমবার দুপুরে মা হওয়ার খবরও এসেছে পরীর। গতকাল বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি নিজেকে শুভকামনা ও শরিফুল রাজকে ধন্যবাদ দিয়েছেন।
গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং চলাকালীন গোপনে বিয়ে করেন তাঁরা। রাজ জানান, প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে হয়েছে তাঁদের। পরী বলেন, ‘পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের। এর আগে দুই পরিবারের সম্মতি নিয়েছি।’
কবে বুঝতে পারলেন মা হচ্ছেন? পরী বলেন, ‘কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। এরপর চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক আমাদের নিশ্চিত করেছেন। খবরটি শুনে আমি আর রাজ দুজন দুজনকে ধরে কেঁদেছি। নানাভাইকে সবার আগে খবরটি জানাই।’
এখন থেকে পরীমণি বিশ্রামে থাকবেন। অংশ নেবেন না কোনো শুটিংয়ে। সন্তান জন্মের পরও থাকবেন বিরতিতে। পরী বলেন, ‘চিকিৎসক আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। এখন কেবল নতুন অতিথির অপেক্ষা। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। ওর জন্মের পর সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমি অভিনয় থেকে দূরে থাকলেও রাজ নিয়মিত কাজ চালিয়ে যাবে।’
পরী জানান, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। পরী বলেন, ‘আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে, আমি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে বা লিখে বোঝানো যায় না।’
আরও পড়ুন:
গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ের আগে কয়েক দিন ধরে হয়েছিল রিহার্সাল। সেখানেই প্রথম দেখা পরীমণি-শরিফুল রাজের। তখনই ভালো সম্পর্ক তৈরি হয় তাঁদের। ওই সময় আজকের পত্রিকাকে সহশিল্পী রাজকে নিয়ে পরী বলেছিলেন, ‘ও একদম পাগলা। তবে ওর প্রতি সবচেয়ে যে ভালো লাগা, কাছ থেকে মিশে ওর শিল্পসত্তার প্রেমে পড়েছি। ও পাগল, আমিও পাগল। অল্পদিনেই দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে।’ কেমন পাগল? পরী বলেন, ‘সারাক্ষণ আমাদের সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। আবার অভিনয়ে শতভাগ সিরিয়াস।’
সেই পাগলের প্রেমে পড়লেন পরী। বিয়ে করলেন। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সোমবার দুপুরে মা হওয়ার খবরও এসেছে পরীর। গতকাল বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি নিজেকে শুভকামনা ও শরিফুল রাজকে ধন্যবাদ দিয়েছেন।
গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং চলাকালীন গোপনে বিয়ে করেন তাঁরা। রাজ জানান, প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে হয়েছে তাঁদের। পরী বলেন, ‘পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের। এর আগে দুই পরিবারের সম্মতি নিয়েছি।’
কবে বুঝতে পারলেন মা হচ্ছেন? পরী বলেন, ‘কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। এরপর চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক আমাদের নিশ্চিত করেছেন। খবরটি শুনে আমি আর রাজ দুজন দুজনকে ধরে কেঁদেছি। নানাভাইকে সবার আগে খবরটি জানাই।’
এখন থেকে পরীমণি বিশ্রামে থাকবেন। অংশ নেবেন না কোনো শুটিংয়ে। সন্তান জন্মের পরও থাকবেন বিরতিতে। পরী বলেন, ‘চিকিৎসক আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। এখন কেবল নতুন অতিথির অপেক্ষা। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। ওর জন্মের পর সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমি অভিনয় থেকে দূরে থাকলেও রাজ নিয়মিত কাজ চালিয়ে যাবে।’
পরী জানান, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। পরী বলেন, ‘আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে, আমি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে বা লিখে বোঝানো যায় না।’
আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪