Ajker Patrika

গরমে অতিষ্ঠ জনজীবন

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫: ৪৭
গরমে অতিষ্ঠ জনজীবন

বৈরী আবহাওয়ার কবলে পড়েছে নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চল। গত এক সপ্তাহ থেকে কাঠ ফাটা রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত এক সপ্তাহের গড় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোরে এ অঞ্চলে যে কুয়াশা দেখা যায়, তা মূলত কুয়াশা নয়, এটি হলো জলীয় বাষ্প কণা।

শহরের অটোচালক আজগার আলী জানান, আশ্বিনের শীত কার্তিক মাসেও নেই। গত চার-পাঁচ দিন থেকে চৈত্র মাসের মতো সূর্য ফুলকি ছড়াচ্ছে। প্রখর রোদের কারণে দুপুরে অটো চালানো সম্ভব হয় না। গরমে পিপাসা নিবারণে ঘন ঘন পানি খেতে হচ্ছে।

শরবত বিক্রেতা রমজান আলী জানান, গরমের কারণে এখনো বৈশাখ-জ্যৈষ্ঠ মাসের মতো শরবত বিক্রি হচ্ছে। বিভিন্ন ফল দিয়ে তৈরি শরবত ও আখের রস সবচেয়ে বেশি বিক্রি বলে জানান তিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, চলতি মৌসুমে অন্য বছরের চেয়ে গরমের তীব্রতা বেশি। তবে দু-এক দিন এমন আবহাওয়া বিরাজ করার পর তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে থাকবে। এর মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অমল কুমার রায় আজকের পত্রিকাকে জানান, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ঠান্ডা পানি মিশ্রিত শরবত পরিহার করাই উত্তম। শ্রমজীবীরা খাবার স্যালাইন খেয়ে তৃষ্ণা নিবারণ করার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত