মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আজ সোমবার। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ইতিমধ্যে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পর আরও নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
ভোট নেওয়ার জন্য গতকাল রোববার ১৭২ কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজ নিজ কেন্দ্রে রাত্রি যাপন করেন এবং সোমবার সকালে ৮টার আগেই রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ ইউনিয়নের ২২১টি পদের বিপরীতে ১ হাজার ১৯২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোট নেওয়ার জন্য আটজন রিটার্নিং কর্মকর্তার অধীনে প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতিটি বুথে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দুজন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
বালুয়া মাসিমপুর ও গোপালপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চেয়ারম্যান প্রার্থীদের একটি করে যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে দুর্গাপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সাইদুর রহমান তালুকদার দাবি করেন, তাঁর এলাকায় কালো টাকা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। তবুও তিনি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।
খোড়াগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আশাদুজ্জামান জানান, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাঁকে কেউ হারাতে পারবেন না।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোট নেওয়া শেষে গণনা করে কেন্দ্রেই ফল ঘোষণা দিয়ে প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী দ্রুত রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা দিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা জানান, ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিবি সদস্যের ১০টি গ্রুপ, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তিনি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটের জন্য প্রার্থীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আজ সোমবার। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ইতিমধ্যে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পর আরও নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
ভোট নেওয়ার জন্য গতকাল রোববার ১৭২ কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজ নিজ কেন্দ্রে রাত্রি যাপন করেন এবং সোমবার সকালে ৮টার আগেই রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ ইউনিয়নের ২২১টি পদের বিপরীতে ১ হাজার ১৯২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোট নেওয়ার জন্য আটজন রিটার্নিং কর্মকর্তার অধীনে প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতিটি বুথে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দুজন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
বালুয়া মাসিমপুর ও গোপালপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চেয়ারম্যান প্রার্থীদের একটি করে যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে দুর্গাপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সাইদুর রহমান তালুকদার দাবি করেন, তাঁর এলাকায় কালো টাকা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। তবুও তিনি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।
খোড়াগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আশাদুজ্জামান জানান, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাঁকে কেউ হারাতে পারবেন না।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোট নেওয়া শেষে গণনা করে কেন্দ্রেই ফল ঘোষণা দিয়ে প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী দ্রুত রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা দিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা জানান, ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিবি সদস্যের ১০টি গ্রুপ, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তিনি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটের জন্য প্রার্থীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫