বান্দরবান প্রতিনিধি
বান্দরবানকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং। এ জন্য বান্দরবানে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্ত্রী জানান।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সদস্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্যমন্ত্রীর বান্দরবান কার্যালয় চত্বরে এর আয়োজন করে বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘শৈলশশী’ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন পার্বত্যমন্ত্রী।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্য এলাকার শিক্ষার্থীদের উন্নত শিক্ষার লক্ষ্যে বান্দরবানে ১১টি কলেজ ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে বান্দরবানের যে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে লেখাপড়া করছে, তাদের উন্নত লেখাপড়ার স্বার্থে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা থেকে সহযোগিতা করা হচ্ছে।’
বীর বাহাদুর বলেন, বান্দরবানে সরকারি ভকেশনাল স্কুল ও কলেজ, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি), ভকেশনাল টেক্সটাইল স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। নার্সিং প্রশিক্ষণকেন্দ্র হয়েছে। বেসরকারি উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। আগামীতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রয়েছে। একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয় বান্দরবান সদরে। এ ছাড়া পরে লামা ও নাইক্ষ্যংছড়িতে বেসরকারি উদ্যোগে দুটি কলেজ হয়। তবে রোয়াংছড়ি, থানচি, রুমা ও আলীকদম উপজেলায় কোনো কলেজ ছিল না।
বীর বাহাদুর বলেন, ‘নারী শিক্ষা বিস্তারে ২০০০ সালে বান্দরবানে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা করি, কিন্তু বিএনপি সরকার কলেজটিই বন্ধ করে দিয়েছিল। তবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে কলেজটি পুনরায় সরকারীকরণ করা হয়।’ বর্তমানে বান্দরবানে নারী শিক্ষা বিস্তারে এ কলেজ অবদান রাখছে।
অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক কাজী তাসলিমা নাসরিন জেরিন, বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বান্দরবানকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং। এ জন্য বান্দরবানে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্ত্রী জানান।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সদস্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্যমন্ত্রীর বান্দরবান কার্যালয় চত্বরে এর আয়োজন করে বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘শৈলশশী’ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন পার্বত্যমন্ত্রী।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্য এলাকার শিক্ষার্থীদের উন্নত শিক্ষার লক্ষ্যে বান্দরবানে ১১টি কলেজ ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে বান্দরবানের যে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে লেখাপড়া করছে, তাদের উন্নত লেখাপড়ার স্বার্থে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা থেকে সহযোগিতা করা হচ্ছে।’
বীর বাহাদুর বলেন, বান্দরবানে সরকারি ভকেশনাল স্কুল ও কলেজ, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি), ভকেশনাল টেক্সটাইল স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। নার্সিং প্রশিক্ষণকেন্দ্র হয়েছে। বেসরকারি উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। আগামীতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রয়েছে। একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয় বান্দরবান সদরে। এ ছাড়া পরে লামা ও নাইক্ষ্যংছড়িতে বেসরকারি উদ্যোগে দুটি কলেজ হয়। তবে রোয়াংছড়ি, থানচি, রুমা ও আলীকদম উপজেলায় কোনো কলেজ ছিল না।
বীর বাহাদুর বলেন, ‘নারী শিক্ষা বিস্তারে ২০০০ সালে বান্দরবানে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা করি, কিন্তু বিএনপি সরকার কলেজটিই বন্ধ করে দিয়েছিল। তবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে কলেজটি পুনরায় সরকারীকরণ করা হয়।’ বর্তমানে বান্দরবানে নারী শিক্ষা বিস্তারে এ কলেজ অবদান রাখছে।
অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক কাজী তাসলিমা নাসরিন জেরিন, বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২৮ মিনিট আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫