Ajker Patrika

রোগীর চাপে মেঝেতে চিকিৎসা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রোগীর চাপে মেঝেতে চিকিৎসা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

৩১ শয্যার এ হাসপাতালে চলতি সপ্তাহে শুধু ডায়রিয়া ও ঠান্ডাজনিত সমস্যায় ২১০ জন রোগী ভর্তি হয়েছে। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন রাগী। আউটডোরে ৩২৮ জন রোগী। এর মধ্যে শিশু ৭৪, মহিলা রোগী ১৫০ এবং পুরুষ রোগী ১০৪ জন। এক সপ্তাহ ধরে হঠাৎ করে ডায়রিয়ার পাশাপাশি শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  এ হাসপাতালে এত রোগীর চাপে বেকায়দায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। এতে রোগীসহ তাঁদের সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তি পোহাতে দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশুদ্ধ পানির সংকটসহ অনিরাপদ পানি পানের কারণে গত মাসের শেষের দিকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশিস মজুমদার জানান, লক্ষ্মীপুর জেলার উপকূলীয় অঞ্চল ও মেঘনার ভাঙনকবলিত একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত রামগতি উপজেলা। উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের একমাত্র প্রতিষ্ঠান রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রাণকেন্দ্র চর আলেকজান্ডারে অবস্থিত ৩১ শয্যা হাসপাতালটি চলছে ২০ শয্যা হাসপাতালের অবকাঠামোর মধ্যে। জনবল-সংকটের মধ্য দিয়ে প্রতিদিন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় রূপান্তর করা এখন সময়ের দাবি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত