Ajker Patrika

সম্প্রীতি রক্ষায় সমাবেশ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০: ২১
সম্প্রীতি রক্ষায় সমাবেশ

কুমিল্লায় সম্প্রতি কোরআন অবমাননার অভিযোগে মন্দির ভাঙচুর করা হয়। এই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই অবস্থায় হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতি সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল মাদারীপুর, ভোলা ও ঝালকাঠিতে এই সমাবেশ ও শোভাযাত্রা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুর: সারা দেশে সাম্প্রদায়িক হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে মাদারীপুরে আওয়ামী লীগের সম্প্রীতি রক্ষার দাবিতে শান্তি শোভাযাত্রা করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। এই শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদুর রহমান মুন্সি, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

ভোলা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে মঙ্গলবার দুপুরে ভোলা সদরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ এই অনুষ্ঠান আয়োজন করেছে। এতে অংশ নেন আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেশাজীবী সদস্যরা।

মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, আওয়ামী লীগ নেতা এনামুল হক আরজু প্রমুখ।

ঝালকাঠি: সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। ‘যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও’ এই স্লোগানে গতকাল আয়োজিত সমাবেশে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। সমাবেশে বক্তব্য দেন, দলটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল আমীন সুরুজ, ইউপি চেয়ারম্যান, মজিবুল হক আকন্দ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান প্রমুখ।

খান সাইফুল্লাহ পনির বলেন, ‘দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-বিএনপি’র উসকানিতে একটি মহল মন্দিরে হামলা করেছে। ওই মহলটির উদ্দেশ্য সরকারকে হিন্দু সম্প্রদায়ের কাছে বিতর্কে ফেলা।

শরীয়তপুর: সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরেও। গতকাল শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই সমাবেশ ও শোভাযাত্রা হয়। সাংসদ ইকবাল হোসেন অপু নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত