Ajker Patrika

পূর্ববিরোধের জেরে অন্তঃসত্ত্বা মারধর

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬: ১৬
পূর্ববিরোধের জেরে অন্তঃসত্ত্বা মারধর

পিরোজপুর সদর উপজেলার কদমতলায় জমি দখল করা নিয়ে পূর্ব বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে ওই গৃহবধূ ঝুমুর পাইকের (২৭) স্বামী বাদল পাইক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে বাদল পাইক জানান, তাঁর প্রতিবেশী সেকেন্দার আলী স্বর্নমত ও তাঁর ছেলে সাফায়েত স্বর্নমত, তাঁদের জমি দখলের জন্য নানাভাবে হয়রানি করে আসছিল। এর আগেও তাঁদের বিরুদ্ধে অন্য একটি ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো মামলা নেয়নি। তাঁরা মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করছে।

গত রোববার তাঁদের বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে সেকেন্দার আলী স্বর্নমত ও সাফায়েত স্বর্নমত তাঁদের লোকজন নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ঝুমুর পাইকের ওপর হামলা চালান। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রথমে বাড়ির সীমানা প্রাচীর উপড়ে ফেলেন। এ সময় তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশু মেয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাঁদের মারধর শুরু করেন। পরে তাঁর স্ত্রী ও মেয়েদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত