Ajker Patrika

পাথরঘাটায় ৩৫ মণ জাটকা জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ১৭
পাথরঘাটায় ৩৫ মণ জাটকা জব্দ

বরগুনার পাথরঘাটায় দুই দিনে ৩৫ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে বিষখালী নদী থেকে এফবি ভাই ভাই নামে একটি মাছধরা ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়।

এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেশ্বর ও বিষয়খালী নদীর মোহনা লালদিয়া এলাকা থেকে এফবি তুলি নামের অপর একটি মাছ ধরা ট্রলার থেকে ২৫ মণ জাটকা জব্দ করা হয়। পরে ওই জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশিদ বলেন, ‘গত দুদিনে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লালদিয়া এলাকা থেকে একটি মাছধরা ট্রলারে জাটকা বোঝাই করে ঘাটে আসছে। সেখান থেকে এফবি তুলি নামের একটি মাছধরা ট্রলার থেকে ২৫ মণ জাটকা জব্দ করা হয়। মঙ্গলবার বিষখালী নদী থেকে এফবি ভাই ভাই নামে একটি মাছধরা ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়। পরে ওই জাটকা পাথরঘাটা লঞ্চঘাট সংলগ্ন পাথরঘাটা কোস্টগার্ড কার্যালয় থেকে বিভিন্ন এতিমখানায় ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘পাথরঘাটা কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত