Ajker Patrika

সড়কে যান থামিয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার ২৭

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৮
সড়কে যান থামিয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার ২৭

পরিবহনে চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় বিভিন্ন সংগঠনের নামে পৃথক ৩২৫টি রসিদসহ আদায় করা চাঁদার ৮৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সড়ক-মহাসড়কে যান থামিয়ে চালকদের চাঁদা দিতে বাধ্য করতেন।

র‍্যাব জানায়, গত রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলা, বুড়িচং, বরুড়া, দেবিদ্বার, লাকসাম, মুরাদনগর ও ব্রাহ্মণপাড়ায় অভিযান চালায় র‍্যাব। এতে পরিবহন চাঁদাবাজ চক্রের সক্রিয় ২৭ সদস্যকে ৩২৫টি চাঁদা আদায়ের রসিদ এবং ৮৫ হাজার ১৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন সড়কে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক ও কাভার্ড ভ্যান জাতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত যান থেকে চাঁদা আদায় করতেন। তাঁরা সড়কে যান থামিয়ে চালক ও সহযোগীদের টাকা দিতে বাধ্য করতেন।

পরিবহন চালকেরা টাকা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা চালকদের ভয়ভীতি প্রদর্শন করতেন এবং কোনো কোনো ক্ষেত্রে মারধর করে চাঁদা আদায় করতেন। যা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-২-এর কুমিল্লা ক্যাম্পে বিভিন্ন সময়ে বিভিন্ন উপজেলা ও থানা থেকে ভুক্তভোগীরা এ ব্যাপারে মৌখিক ও লিখিত অভিযোগ করেন। অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে র‍্যাব মাঠ পর্যায়ে অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পরিবহন চাঁদাবাজদের চিহ্নিত করে। এরই ফলশ্রুতিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার তোফাজ্জল হোসেন (৩২), কাজি মো. আল মামুন (২৮), মো. টিপু সুলতান (২৮), দেবিদ্বার উপজেলার আসাদুল (২২), মো. মবিন (২১), মো. মফিজুল ইসলাম (২৮), মো. ইব্রাহিম খলিল (২৫), মো. আরমান (১৯), বরুড়া উপজেলার মো. ইব্রাহিম হোসেন (৩০), মো. শহিদুল হোসেন, শাহজাহান (৪৪), মো. সোহেল হোসেন (৩২), মো. মহিন উদ্দিন (৩২), সদর উপজেলার আবুল কালাম আজাদ (৩২), মো. সবুজ (১৯), বুড়িচং উপজেলার মো. রাকিব হোসেন (২৩), মো. মুমুনুর রশিদ (৩২), মো. ওহিদ মিয়া (৫০), মো. রুবেল (৩২), মো. জালাল হোসেন (৩১), মো. নূর উদ্দিন (৩২), মো. শফিকুল ইসলাম (২৫), মো. জাহিদ (২৬), মো. মোস্তফা (৩২), মুরাদনগর উপজেলার মো. শরীফ (৩১), মো. ফারুক (২৮) ও মো. শাহ আলম (২৬)।

র‍্যাব-১১, সিপিসি-২-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চাঁদা আদায়সহ অন্যান্য অভিযোগের দায় স্বীকার করেছেন। তাঁদের নামে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সড়ক-মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে র‍্যাবের এ ধরনের অভিযান চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত