Ajker Patrika

যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপ

সহায়িকা ডেস্ক
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৯: ১৫
যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপ

অ্যাস্টন ইউনিভার্সিটি যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহজ করতে বিশ্ববিদ্যালয়টি গ্রেট স্কলারশিপের ব্যবস্থা করে থাকে।

বৃত্তি কথা
গ্রেট ব্রিটেন সরকার এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এই ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গ্রেট স্কলারশিপের আওতায় প্রতিবছর ১০ হাজার পাউন্ড দিয়ে থাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১১ লাখ টাকা; বিশেষ করে বাংলাদেশ, মিসর, কেনিয়া ও নেপালের শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। সুতরাং বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের ১ বছরের জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। তবে এমবিএ এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ফর ওভারসিস ফার্মাসিস্ট (ওএসপিএপি) বিষয়গুলো এই বৃত্তির বাইরে থাকবে।

সুযোগ-সুবিধা

  • নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড করে দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হবে প্রায় সাড়ে ১১ লাখ টাকা।
  • অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

  • অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
  • যুক্তরাজ্যের সঙ্গে সমতুল্য ফলাফল থাকতে হবে ২: ১।
  • বাংলাদেশ, মিসর, নেপাল বা কেনিয়ার স্থায়ী নাগরিক হতে হবে।
  • এই স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করলে দেশের কল্যাণ ও উন্নয়নে কীভাবে অবদান রাখা যাবে? এ বিষয়ে ১ মিনিটের একটি ভিডিও পাঠাতে হবে।
  • কেন এই কোর্সের জন্য যোগ্য এবং কীভাবে ব্যক্তিগত এবং শিক্ষায় পরিপূর্ণতার মাধ্যমে একজন পণ্ডিত হিসাবে যুক্তরাজ্যের সঙ্গে সম্পৃক্ততা স্থাপন করা যাবে, সে সম্পর্কে ৫০০ শব্দের মধ্যে একটি ব্যক্তিগত বিবৃতি পাঠাতে হবে।
  • ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
  • আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে।
  • টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯৩ স্কোর থাকতে হবে।
  • বৃত্তির আবেদন গৃহীত হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
  • আবেদনের সময় শেষ হওয়ার ২ সপ্তাহ পরে স্কলারশিপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
  • শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল অনলাইন পোর্টালে লগইন করতে হবে, অবশ্যই MyAshton পোর্টালে। পরে বৃত্তির জন্য আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ জুন, ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত