Ajker Patrika

বাড়ি ঘেরাও করে আটক ৩, কারাদণ্ড

নবীনগর প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৬
বাড়ি ঘেরাও করে আটক ৩, কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামে বাড়ি ঘেরাও করে ‘মাদক ব্যবসায়ী’ এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এই আদালত পরিচালনা করেন।

এর আগে গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী নারী ছাড়াও অন্য দুজন হলেন নারায়ণপুর গ্রামের ইব্রাহিম মিয়া ও মহসিন মিয়া।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী মোবাইলে চুক্তিবদ্ধ হয়ে দূরদূরান্ত থেকে মেয়ে-ছেলে এনে নিজের বাড়িতে রাতভর অসামাজিক কার্যকলাপ ও মাদকের আসর বসাতেন। কেউ বাধা দিলে প্রাণনাশের হুমকি দিতেন। এ কারণে ভয়ে কেউ এগিয়ে আসতেন না। এ কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছেন। এরই ফলে রোববার সকালে তাঁর বাড়ির চারপাশে ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, মাদক সম্রাজ্ঞী ওই নারীকে ধরতে পুলিশের একটি বহর নিয়ে তাঁর বাড়ি ঘেরাও করে মাদক উদ্ধার করি আমরা। এ সময় তাঁর দুই সহযোগীসহ তিনজনকে আটক করি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, ‘ওই নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁদের সবাইকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত