Ajker Patrika

ব্যাংকঋণে নির্মিত বাড়িতে থাকার বিধান

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
ব্যাংকঋণে নির্মিত বাড়িতে থাকার বিধান

প্রশ্ন: একটি সুদি ব্যাংক থেকে নির্ধারিত হারে সুদের বিনিময়ে আমি হোম লোন নিই এবং একটি বাড়ি তৈরি করি। আমি সব টাকা পরিশোধ করে দিই। তখন সুদের ব্যাপারে সচেতনতা না থাকলেও এখন আমি সুদ এড়িয়ে চলি। আমার প্রশ্ন হলো, ইসলামি শরিয়তের আলোকে বাড়িটিতে থাকা আমার জন্য বৈধ হবে? রহমান মুনশি, মুন্সিগঞ্জ

উত্তর: ইসলামি শরিয়তের আলোকে সুদ দেওয়া-নেওয়া উভয়ই কবিরা গুনাহ। কোরআন-হাদিসে এ বিষয়ে কঠোর সাবধানতা অবলম্বনের কথা এসেছে। একই সঙ্গে সুদের ভয়াবহ শাস্তির কথাও বিবৃত হয়েছে। তাই সুদি কাজে জড়ানোর কারণে আপনার প্রথমেই আল্লাহর কাছে তওবা করা উচিত। ভবিষ্যতে এমন কাজ না করার দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে সুদি ঋণ নিয়ে আপনি যে বাড়িটি বানিয়েছেন, তাতে থাকা অবৈধ হবে না। কারণ সুদ দেওয়ার কাজটি অবৈধ হলেও নির্মিত বাড়িতে সুদের টাকা ব্যবহৃত হয়নি। কারণ আপনি সুদ নেননি; দিয়েছেন। তাই তাতে বসবাস করতে কোনো অসুবিধা নেই।

তবে জেনে রাখতে হবে, সুদের লেনদেন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। তাই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন।’ (সুরা বাকারা: ২৭৫) অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যেসব বকেয়া আছে, তা পরিত্যাগ করো, যদি তোমরা ইমানদার হয়ে থাকো।’ (সুরা বাকারা: ২৭৮)

ইসলাম সুদকে সর্বতোভাবে বর্জন করে। পরের আয়াতেই সুদের লেনদেন আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘এরপর যদি তোমরা (সুদ) বর্জন না করো, তবে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। …’ (সুরা বাকারা: ২৭৯) হাদিসে এসেছে, মহানবী (সা.) সুদগ্রহীতা, সুদদাতা, সুদের সাক্ষী ও সুদের (চুক্তি বা হিসাব) লেখককে অভিশাপ দিয়েছেন। (তিরমিজি: ১/২২৯, হাদিস: ১২০৬; মুসলিম: ২/৭২, হাদিস: ১৫৯৮) 

উত্তর দিয়েছেন
লেখক: মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন, গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতি, গুলশান, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত