Ajker Patrika

প্রতিবন্ধীকে মারধরের অভিযোগে মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪: ২২
প্রতিবন্ধীকে মারধরের অভিযোগে মামলা

নাটোরের লালপুরে পারিবারিক বিরোধের জেরে প্রতিবন্ধী ও তাঁর স্ত্রী-সন্তানকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সুন্দরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার প্রতিবন্ধী মো. মশিউর রহমানের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন বাদী হয়ে তাঁর স্বামীর পাঁচ ভাইয়ের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সুন্দরবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী মো. মশিউর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর ভাইদের বিরোধ চলে আসছিল। এর জেরে ১৭ ডিসেম্বর দুপুরে মশিউর বাড়িতে না থাকায় তাঁর চাচাতো ভাই দুয়ারিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর উপস্থিতিতে মাসুদ রানা, জিয়াউর, রাকিবুল, মহিদুল ও মোস্তাফিজুর বাড়িতে আসেন। তাঁরা মশিউর রহমানের স্ত্রী মোছা. রাবেয়া খাতুনকে (৩৫) গালাগাল করেন। গালাগাল করতে নিষেধ করায় রাবেয়াকে চুল ধরে মারধর করেন ও আঙুলের হাড় ভেঙে দেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় রাবেয়া খাতুন বাদী হয়ে গত বৃহস্পতিবার নাটোর আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা করে বাড়িতে ফিরে এলে কেন মামলা করেছে, তা বলে তাঁরা প্রতিবন্ধী মো. মশিউর রহমানকে মারধর করেন। তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শনিবার এ ঘটনায় মো. মশিউর রহমানের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন বাদী হয়ে স্বামীর পাঁচ ভাইদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে দুয়ারিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, তাঁদের বিবাদ থামাতে তিনি সেখানে গিয়েছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত