Ajker Patrika

যমুনা নদীর পাড়ে ভাঙন আতঙ্ক

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৭
যমুনা নদীর পাড়ে ভাঙন আতঙ্ক

ভূঞাপুরের যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে নদীর পূর্ব পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে রাত কাটছে ভাঙন কবলিত এলাকার লোকজনের।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মাসে বন্যার সময় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বর্তমানে জিও ব্যাগসহ বসতভিটা ও জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা পূর্ব পাড়ের ভালকুটিয়া, ঘোষ পাড়া ও চিতুলিয়া পাড়া এলাকায় ভাঙন শুরু হয়েছে। সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

ভাঙন কবলিত ভালকুটিয়া গ্রামের আবদুল মালেক, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মনির, ইব্রাহিম মণ্ডলসহ বেশ কয়েকজন বলেন, এ গ্রামে বন্যার সময় ভাঙন শুরু হয়েছিল। তাৎক্ষণিকভাবে জেলা পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করে। পানি কমার সঙ্গে সঙ্গেই গত কয়েক দিন ধরে আবার নতুন করে ভাঙন শুরু হয়। জিও ব্যাগসহ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। শিগগির ভাঙন রোধে কাজ না করলে পরিবার পরিজন নিয়ে তাঁদের সড়কে থাকতে হবে বলেও মন্তব্য করেন তাঁরা।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোলাম ফারোয়ার বলেন, ‘যমুনার পূর্ব পাড়ে ভাঙনের বিষয়টি আমি শুনেছি। যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে শুকনো মৌসুমে সেসব এলাকায় ভাঙন রোধে কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত