ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের চঙ্গশিমুলিয়া গ্রামের কৃষক মুন্নাফ খান। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে করেছেন বিএ (সম্মান) পাস। দীর্ঘদিন বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করেও তা পাননি। অবশেষে পুরোদমে শুরু করেন কৃষিকাজ। আধুনিক চিন্তাধারা আর যুগোপযোগী কৃষি পদ্ধতিতে চাষাবাদ করার ফলে প্রথম বছরেই তিনি দেখেন লাভের মুখ। সংসারে এসেছে সচ্ছলতা।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুন্নাফকে। বর্তমানে পাঁচ বিঘা জমিতে করছেন শসা চাষ। এর মধ্যে নিজের জমি দুই বিঘা, তিন বিঘা নিয়েছেন বর্গা।
মুন্নাফ খান বলেন, পাঁচ বিঘা জমিতে হাইব্রিড শসা লাগিয়েছেন তিনি। বীজ, সার, কীটনাশক আর পরিচর্যার মজুরি মিলিয়ে খরচ পড়েছে আড়াই লক্ষাধিক টাকা। বীজ লাগানোর দেড় মাসের মধ্যেই ধরেছে শসা। কার্তিক থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত তিনি শসা বিক্রি করতে পারবেন।
মুন্নাফ বলেন, তিনি তাঁর উৎপাদিত শসা মানিকগঞ্জ আড়তসহ ঢাকার কারওয়ান বাজার ও আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারে বিক্রি করেন। বর্তমানে প্রতি কেজি শসা ২৫ থেকে ৩০ টাকা পাইকারি দরে বিক্রি করছেন মুন্নাফ। তিনি মোট ৫ লক্ষাধিক টাকার ওপরে শসা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। অর্থাৎ এ সময়ে তিনি আড়াই লাখ টাকা লাভ করতে পারবেন।
মুন্নাফ খান আরও বলেন, বালাই দমনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কুয়াশা ও সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে শসার ডগায় ও কচি শসায় পচন ধরে ফলন ক্ষতিগ্রস্ত হয়। এ পাখি থেকে শসা রক্ষায় মাচায় জাল দিয়ে ঢেকে দিতে হচ্ছে।
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, ‘মুন্নাফ খানের সফলতায় এলাকার অনেক চাষি শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। শসা চাষে তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞান অন্যান্য শস্য ফলনেও কাজে লাগবে। আমাদের মাঠকর্মীরা সবজিচাষিদের নিয়মিত কৃষি পরামর্শ ও সেবা দিয়ে আসছেন।’
মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের চঙ্গশিমুলিয়া গ্রামের কৃষক মুন্নাফ খান। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে করেছেন বিএ (সম্মান) পাস। দীর্ঘদিন বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করেও তা পাননি। অবশেষে পুরোদমে শুরু করেন কৃষিকাজ। আধুনিক চিন্তাধারা আর যুগোপযোগী কৃষি পদ্ধতিতে চাষাবাদ করার ফলে প্রথম বছরেই তিনি দেখেন লাভের মুখ। সংসারে এসেছে সচ্ছলতা।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুন্নাফকে। বর্তমানে পাঁচ বিঘা জমিতে করছেন শসা চাষ। এর মধ্যে নিজের জমি দুই বিঘা, তিন বিঘা নিয়েছেন বর্গা।
মুন্নাফ খান বলেন, পাঁচ বিঘা জমিতে হাইব্রিড শসা লাগিয়েছেন তিনি। বীজ, সার, কীটনাশক আর পরিচর্যার মজুরি মিলিয়ে খরচ পড়েছে আড়াই লক্ষাধিক টাকা। বীজ লাগানোর দেড় মাসের মধ্যেই ধরেছে শসা। কার্তিক থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত তিনি শসা বিক্রি করতে পারবেন।
মুন্নাফ বলেন, তিনি তাঁর উৎপাদিত শসা মানিকগঞ্জ আড়তসহ ঢাকার কারওয়ান বাজার ও আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারে বিক্রি করেন। বর্তমানে প্রতি কেজি শসা ২৫ থেকে ৩০ টাকা পাইকারি দরে বিক্রি করছেন মুন্নাফ। তিনি মোট ৫ লক্ষাধিক টাকার ওপরে শসা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। অর্থাৎ এ সময়ে তিনি আড়াই লাখ টাকা লাভ করতে পারবেন।
মুন্নাফ খান আরও বলেন, বালাই দমনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কুয়াশা ও সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে শসার ডগায় ও কচি শসায় পচন ধরে ফলন ক্ষতিগ্রস্ত হয়। এ পাখি থেকে শসা রক্ষায় মাচায় জাল দিয়ে ঢেকে দিতে হচ্ছে।
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, ‘মুন্নাফ খানের সফলতায় এলাকার অনেক চাষি শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। শসা চাষে তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞান অন্যান্য শস্য ফলনেও কাজে লাগবে। আমাদের মাঠকর্মীরা সবজিচাষিদের নিয়মিত কৃষি পরামর্শ ও সেবা দিয়ে আসছেন।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫