Ajker Patrika

আগাম আমনে সাফল্য

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ০৭
আগাম আমনে সাফল্য

খাগড়াছড়িতে অন্যান্য জাতের আমন ধানের খেত যখন সবুজ রং ধরে আছে, তখন সোনালি আভা ছড়াচ্ছে নতুন প্রজাতির ধান বিনা-১৬। ফলনও হয়েছে ভালো। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আগাম প্রজাতির এ ধান পরিপক্ব হওয়ায় ফসল কাটায় ব্যস্ত চাষিরা।

দেশের অন্যান্য আমন জাতের ধানের চেয়ে আগাম পাকা ছাড়াও উচ্চ ফলন ও বৈরী আবহাওয়া সহনশীল ধান বিনা-১৬।

এ কারণে জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। জেলার পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি ও দীঘিনালা বিনা-১৬ এর চাষ সফল হওয়ায় অন্য উপজেলায় সম্প্রসারণের কথা ভাবছে বিনা কর্তৃপক্ষ।

এদিকে মাঠপর্যায়ে পর্যবেক্ষণের পাশাপাশি বিনা-১৬ ধানের বীজ সংরক্ষণে উদ্যোগ চলছে। এই ধান চাষে মাত্র ১০৫ দিনের মধ্যে ফসল গড়ে তুলতে পারছেন কৃষকেরা। আগাম ধান পাকায় একই জমিতে শীতকালীন সবজি চাষের সুযোগ পাবেন।

বিনা কর্মকর্তা বলছেন, বিনা-১৬ জাতের আমন অন্য প্রজাতির চেয়ে দ্রুত পরিপক্ব হওয়ার পাশাপাশি ফলনও বেশি হচ্ছে। আগাম ধান পাকায় একই জমিতে প্রাকৃতিক সেচ ব্যবহার করে শীতকালীন সবজি ও রবি শস্য চাষ করতে পারবেন কৃষকেরা। এই জাতের আমন চাষাবাদ করলে একই জমিতে বছরের চার বার ফস উৎপাদন সম্ভব।

আগাম ধান চাষি মোহাম্মদ রবিউল মিয়া বলেন, ‘আমি ৪০ শতাংশ জমিতে বিনা-১৬ জাতের ধানের আবাদ করেছি। এই মৌসুমে প্রায় ১০০ কেজি ধান পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে ধান পেকে যাওয়ায় এই জমিতে এখন শীতকালীন শাক সবজি চাষ করতে পারব।’

আরেক কৃষক মংথোয়ায় বলেন, ‘নিজের ৩০ শতাংশ জমিতে প্রায় আগাম আমনের চাষ করেছি। এর মধ্যে প্রায় সাড়ে ৬০০ কেজি ধান পেয়েছি। দ্রুত ধান পাওয়ায় জমিতে এখন সবজি চাষ করতে পারব। অনেক কৃষকের ধান কাটতে আরও ১ মাস লাগবে, অথচ আগাম জাতের আমন চাষ করে আমরা ফলনও বেশি পেয়েছি। আগামী মৌসুমেও এর চাষ করব।’

খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, ‘রোপণের ১০৩ দিনের মধ্যে বিনা-১৬ ধান মাড়াইয়ের উপযুক্ত হয়ে উঠেছে। বিভিন্ন উপজেলায় আমরা পরীক্ষামূলকভাবে বিনা-১৬ জাতের ধানের আবাদ করেছি।’

অক্টোবরে ধান কাটা শেষ হওয়ায় বৃষ্টির পানি ব্যবহার করে প্রাকৃতিক সেচের সুযোগ রয়েছে। এতে চার ফসলি জমি তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলছেন বিনা উপকেন্দ্র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ বি এম শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘আমরা এক জমিতে ৪ বার চাষাবাদের চেষ্টা করছি। সেই লক্ষ্যে আগাম আমন জাতের চাষাবাদকে উৎসাহিত করছি। বিনা-১৬ চাষ করে ১০৩ দিনের মধ্যে ফলন পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত