Ajker Patrika

নগদ প্রশাসককে সাবেক সিইওর হুমকির অভিযোগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৫২
নগদ প্রশাসককে সাবেক সিইওর হুমকির অভিযোগ

হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। তিনি প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ এনেছেন।

৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় মিশুকের বিরুদ্ধে জিডি করেন বদিউজ্জামান দিদার। ওই জিডিতে একটি ফোন নম্বর উল্লেখ করে দিদার বলেন, ৪ সেপ্টেম্বর নগদের সাবেক সিইও মিশুক তাঁর মোবাইল ফোনে হোয়াসটঅ্যাপের মাধ্যমে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। মূলত এই খুদে বার্তাকেই তিনি হুমকি হিসেবে দেখছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

দায়ের করা জিডির কপি পর্যালোচনায় দেখা যায়, মিশুক খুদে বার্তা পাঠিয়ে দিদারকে বলেন, ‘আপনি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি আমাকে ব্যক্তিগতভাবে অপদস্থের চেষ্টা করছেন, কিন্তু তা পেশাগত বা আইনগতভাবে নয়। বিষয়টি আমি মাথায় রাখব।’

জিডিতে দিদার দাবি করেন, ওই খুদে বার্তার বক্তব্যে তিনি ‘একধরনের হুমকি বোধ’ করছেন। সে কারণেই থানায় জিডি করেছেন।

এ অভিযোগের বিষয়ে তানভীর আহমেদ মিশুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরকার পরিবর্তনের পর গত ২১ আগস্ট ‘নগদ’ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। যখন এই সিদ্ধান্ত হয়, তখন মিশুক বিদেশে অবস্থান করছিলেন বলে জানা যায়। যদিও ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত