Ajker Patrika

প্রচারে আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৪৯
প্রচারে আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট ৫ জানুয়ারি। নির্বাচন ঘিরে উপজেলার প্রতিটি গ্রামের অলিগলি, রাস্তা, বাজার পোস্টারে ছেয়ে গেছে। সঙ্গে চলছে প্রার্থীদের উঠান বৈঠক, আলোচনা সভা, গণসংযোগ ও মাইকিং। তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি উপজেলার ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৯ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৫ জন। শমশেরনগর ইউপিতে বিদ্রোহী প্রার্থী ৩ জন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের তত্ত্ব ও গবেষণা-বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ বি এম আরিফুজ্জামান অপু এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর। আলীনগর ইউপিতে বিদ্রোহী উপজেলা যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ রাজু (আনারস)। রহিমপুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।

এদিকে উপজেলার আলীনগর আদমপুর ও ইসলামপুর ইউপিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। এ ছাড়া মাধবপুর, শমশেরনগর, রহিমপুর ও পতনউষার ইউপিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। দুটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।’

উপজেলার শমশেরনগর ইউপির ভোটার আমির আলী বলেন, ‘প্রার্থীরা বাড়িতে আসছেন। ভোট ও দোয়া চাচ্ছেন। এ ছাড়া প্রার্থীরা মিছিল ও মোটরসাইকেল শোডাউন দিচ্ছেন।’ এদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত গান গাওয়ার শিল্পীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছে। আচরণবিধি লঙ্ঘন ও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে নজর রাখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত