ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ শহরে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে উন্নয়নকাজ করায় শহরে যাজনট ও পথচারীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা।
সিটি করপোরেশন এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়নকাজ বাস্তবায়নে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করছে না। নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করলে ভোগান্তি কমবে বলে জানান স্থানীয়রা। সিটি করপোরেশন থেকে বলা হয়েছে, বিষয়টি তাদের জানা নেই। শিগগিরই খোঁজ নিয়ে দেখা হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ৩৩টি ওয়ার্ডের ২০০টির মতো স্থানে উন্নয়নকাজ চলমান রয়েছে। উন্নয়নকাজের মধ্যে রয়েছে ড্রেন নির্মাণ ও সংস্কার, রাস্তা নির্মাণ ও সংস্কার ছাড়াও বিভিন্ন স্থাপনা নির্মাণ।
দেশের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এসব কাজ বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে কাজ করতে বলা হলেও তা না মানায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর কালীবাড়ি রোড, নতুন বাজার, সি কে ঘোষ রোড, নাটক ঘর লেন, দুর্গাবাড়ি বাইলেনে ড্রেন সংস্কারকাজ চলছে। এসব রোডের মাঝখানে নির্মাণসামগ্রী রাখায় শহরে যানজটের তীব্রতা বেড়েছে। সি কে ঘোষ রোডে মিন্টু কলেজ-সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ার আগে থেকেই মাঝরাস্তায় পাথর ফেলে রাখায় প্রতিদিন তীব্র যানজট হচ্ছে।
মিন্টু কলেজ-সংলগ্ন রেললাইনের পাশের চা-বিক্রেতা আবুল হোসেন বলেন, ‘নাটক ঘর লেন মোড় থেকে মিন্টু কলেজের সামনে পর্যন্ত ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে আমরা দেখছি, ড্রেন খুঁড়ে সীমানা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু এখন পাথর আর বালু কোনো কাজে লাগছে না। তারপরও পাঁচ দিন ধরে রাস্তার মাঝে ঠিকাদার বালু ফেলে রেখেছে। এমনিতেই ট্রেন যাওয়া-আসার সময় ১০-১৫ মিনিট সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয় যানজটের কারণে।
ব্যবসায়ী শরাফ উদ্দিন বলেন, ‘মিন্টু কলেজ লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন ৪৮ বার ট্রেন আসা-যাওয়া করে। ট্রেন আসার পাঁচ মিনিট আগে গেট ব্যারিয়ার ফেলা হয়। এ সময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ট্রেন যাওয়ার পর ১০-১৫ মিনিট স্থায়ী হয় যানজট। রাস্তার মধ্যে পাথর ফেলার কারণে এখন কমপক্ষে আধঘণ্টা যানজটে বসে থাকতে হয়। ’
অটোরিকশাচালক মানিক মিয়া বলেন, ‘কমপক্ষে এক মাস ধরে নতুন বাজার রাস্তার কাজ হচ্ছে। ধীরগতির কারণে মানুষের ভোগান্তি কোনোভাবেই কমছে না।’
সাধারণ যাত্রী আরিফা জাহান বলেন, ‘সব সময় দেখি একটা উন্নয়নকাজ শুরু হয় সুনির্দিষ্ট নিয়মের মধ্যে। কিন্তু এখানে দেখছি, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মানছে না। সিটি করপোরেশনের চলমান উন্নয়নকাজে আমরা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছি। ইচ্ছা করলেই কর্তৃপক্ষ ভোগান্তি কমিয়ে কাজ করতে পারে।’
ঠিকাদার সোমনাথ সাহা বলেন, ‘নগরীর মিন্টু কলেজ-সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণকাজ হচ্ছে। উন্নয়নকাজ হলে সাধারণ মানুষকে কিছুটা ত্যাগ শিকার করতে হবেই। তবে আমরা চেষ্টা করছি পাথর ও বালু আরেকটু সাইডে নিয়ে রাখা যায় কি না।
১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান বলেন, ‘ভোগান্তি লাঘবে ঠিকাদারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাথর সরিয়ে রাস্তা সচল করার জন্য বলা হয়েছে। তারা যদি কোনো কারণে পাথর না সরিয়ে থাকে, তাহলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ শহরে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে উন্নয়নকাজ করায় শহরে যাজনট ও পথচারীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা।
সিটি করপোরেশন এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়নকাজ বাস্তবায়নে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করছে না। নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করলে ভোগান্তি কমবে বলে জানান স্থানীয়রা। সিটি করপোরেশন থেকে বলা হয়েছে, বিষয়টি তাদের জানা নেই। শিগগিরই খোঁজ নিয়ে দেখা হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ৩৩টি ওয়ার্ডের ২০০টির মতো স্থানে উন্নয়নকাজ চলমান রয়েছে। উন্নয়নকাজের মধ্যে রয়েছে ড্রেন নির্মাণ ও সংস্কার, রাস্তা নির্মাণ ও সংস্কার ছাড়াও বিভিন্ন স্থাপনা নির্মাণ।
দেশের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এসব কাজ বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে কাজ করতে বলা হলেও তা না মানায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর কালীবাড়ি রোড, নতুন বাজার, সি কে ঘোষ রোড, নাটক ঘর লেন, দুর্গাবাড়ি বাইলেনে ড্রেন সংস্কারকাজ চলছে। এসব রোডের মাঝখানে নির্মাণসামগ্রী রাখায় শহরে যানজটের তীব্রতা বেড়েছে। সি কে ঘোষ রোডে মিন্টু কলেজ-সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ার আগে থেকেই মাঝরাস্তায় পাথর ফেলে রাখায় প্রতিদিন তীব্র যানজট হচ্ছে।
মিন্টু কলেজ-সংলগ্ন রেললাইনের পাশের চা-বিক্রেতা আবুল হোসেন বলেন, ‘নাটক ঘর লেন মোড় থেকে মিন্টু কলেজের সামনে পর্যন্ত ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে আমরা দেখছি, ড্রেন খুঁড়ে সীমানা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু এখন পাথর আর বালু কোনো কাজে লাগছে না। তারপরও পাঁচ দিন ধরে রাস্তার মাঝে ঠিকাদার বালু ফেলে রেখেছে। এমনিতেই ট্রেন যাওয়া-আসার সময় ১০-১৫ মিনিট সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয় যানজটের কারণে।
ব্যবসায়ী শরাফ উদ্দিন বলেন, ‘মিন্টু কলেজ লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন ৪৮ বার ট্রেন আসা-যাওয়া করে। ট্রেন আসার পাঁচ মিনিট আগে গেট ব্যারিয়ার ফেলা হয়। এ সময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ট্রেন যাওয়ার পর ১০-১৫ মিনিট স্থায়ী হয় যানজট। রাস্তার মধ্যে পাথর ফেলার কারণে এখন কমপক্ষে আধঘণ্টা যানজটে বসে থাকতে হয়। ’
অটোরিকশাচালক মানিক মিয়া বলেন, ‘কমপক্ষে এক মাস ধরে নতুন বাজার রাস্তার কাজ হচ্ছে। ধীরগতির কারণে মানুষের ভোগান্তি কোনোভাবেই কমছে না।’
সাধারণ যাত্রী আরিফা জাহান বলেন, ‘সব সময় দেখি একটা উন্নয়নকাজ শুরু হয় সুনির্দিষ্ট নিয়মের মধ্যে। কিন্তু এখানে দেখছি, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মানছে না। সিটি করপোরেশনের চলমান উন্নয়নকাজে আমরা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছি। ইচ্ছা করলেই কর্তৃপক্ষ ভোগান্তি কমিয়ে কাজ করতে পারে।’
ঠিকাদার সোমনাথ সাহা বলেন, ‘নগরীর মিন্টু কলেজ-সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণকাজ হচ্ছে। উন্নয়নকাজ হলে সাধারণ মানুষকে কিছুটা ত্যাগ শিকার করতে হবেই। তবে আমরা চেষ্টা করছি পাথর ও বালু আরেকটু সাইডে নিয়ে রাখা যায় কি না।
১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান বলেন, ‘ভোগান্তি লাঘবে ঠিকাদারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাথর সরিয়ে রাস্তা সচল করার জন্য বলা হয়েছে। তারা যদি কোনো কারণে পাথর না সরিয়ে থাকে, তাহলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১৯ দিন আগেভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫