Ajker Patrika

খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি

সম্পাদকীয়
খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি

আমাদের দেশে রাজনীতিতে কখন যে কোন ইস্যু সামনে আসে, তা আগে থেকে অনুমান করা কঠিন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করা না-করার ইস্যুটি বিএনপি সামনে আনেনি, এনেছে আওয়ামী লীগ। গত ২৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতা শেখ সেলিম জাতীয় সংসদে বলেছিলেন, খালেদা জিয়া রাজনীতি না করার মুচলেকা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তখন মুচলেকা দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছিল।

এর কয়েক দিন পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার রাজনীতি করায় কোনো অসুবিধা নেই, তবে তিনি দণ্ডিত হওয়ায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইনমন্ত্রীর বক্তব্য বিএনপি খুব গুরুত্ব দিয়ে গ্রহণ না করে বরং এ ধরনের বক্তব্য দেওয়ার পেছনে সরকার ও সরকারি দলের বিশেষ কোনো মতলব আছে বলে মনে করা হয়।

এরপর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন উল্লেখ করে বলেছেন, তিনি জেলে থেকেও রাজনীতি করতে পারবেন, দলকে নির্দেশনা দিতে পারেন।

কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন সম্পূর্ণ বিপরীত কথা। ওবায়দুল কাদের বলেছেন, দণ্ডিত হিসেবে খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই। অসুস্থ না হলে তিনি কারাগারে থাকতেন। হাছান মাহমুদও প্রায় একই কথা বলেছেন। তথ্যমন্ত্রীর বক্তব্য: শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতিও করতে পারেন না।

প্রশ্ন হলো, সরকারের মন্ত্রীরা কেন ভিন্ন ভিন্ন কথা বলছেন? এতে কি সরকারের অবস্থান বা মনোভাব সম্পর্কে মানুষের মনে সংশয় তৈরি হবে না? বিএনপিকে চাপে রাখার জন্য যদি খালেদা জিয়ার রাজনীতি করতে পারা না-পারার বিষয়টি সামনে আনা হয়, তাহলে তো সরকারের পক্ষ থেকে সবার এক সুরে কথা বলা উচিত।

খালেদা জিয়ার রাজনীতি করতে পারার বিষয়টি যদি উদ্দেশ্যমূলকভাবে বলা হয়ে থাকে, তাহলে প্রশ্ন আসে, কী সেই উদ্দেশ্য? অসুস্থতার কারণে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে দণ্ড স্থগিত রেখে জামিন দেওয়া হয়েছে।

সেই জামিনের মেয়াদও ছয় মাস পর পরই বাড়ানো হচ্ছে। প্রায় দুই বছর হতে চলল। এই সময়ে রাজনৈতিক কোনো বক্তব্য দেননি। এখন রাজনীতিতে সক্রিয় হলে কি তাঁকে আবার কারাগারে পাঠানো হবে? খালেদা জিয়াকে নিয়ে যে রাজনীতি, তারই-বা শেষ কোথায়? খালেদা জিয়া কিংবা তারেক রহমান যদি বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্র বড় অন্তরায় হয়ে থাকে, তাহলে তা দূর করার উপায় কী? সরকার পতনের আন্দোলন বিএনপিকে কী সাফল্য দেবে?

আগামী সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা না হওয়া দেশের জন্য বিপজ্জনক বলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল মন্তব্য করেছেন। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থান কীভাবে কাটবে, সেটা কেউ বলছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত