Ajker Patrika

মহাসড়কে ময়লার স্তূপ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৮: ১৬
মহাসড়কে ময়লার স্তূপ

গাজীপুর মহানগরীর ব্যস্ততম জয়দেবপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নবনির্মিত মহাসড়কের মাঝখানে রাতের অন্ধকারে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ময়লার স্তূপে মহাসড়কের রূপ নিচ্ছে ভাগাড়ে। এর ফলে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া ফুটপাত দিয়ে চলা পথচারীরাও দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছে।

গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক মহাসড়কের মিলনস্থল এই চান্দনা চৌরাস্তা। এখানে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলমান। নিচে বিআরটি প্রকল্পের অধীন মহাসড়কের কার্পেটিং কাজ অনেকাংশেই সমাপ্ত হয়েছে। আর ওপরে উড়ালসড়ক নির্মাণের কাজও এগিয়ে চলেছে।

এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ১৯ মার্চের স্মৃতিস্তম্ভ ‘জাগ্রত চৌরঙ্গী’। এই চান্দনা চৌরাস্তার আশপাশে রয়েছে অসংখ্য তৈরি পোশাকশিল্প, কলকারখানা, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রয়েছে মসজিদ-মাদ্রাসা ও সরকারি প্রতিষ্ঠান। এ ছাড়া রয়েছে অসংখ্য বিপণিবিতান, হাসপাতাল ও রেস্তোরাঁ। নানা কারণে এই এলাকায় প্রতিদিন লক্ষাধিক মানুষের আনাগোনা হয়ে থাকে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে এখানে গাড়ি থেকে নামেন এবং এখান থেকে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন। ব্যস্ততম এই এলাকার পূর্ব পাশে নবনির্মিত কার্পেটিং করা মহাসড়কের ওপর রাতের অন্ধকারে ফেলা হচ্ছে বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগৃহীত ময়লা-আবর্জনা।

কী কারণে, কারা, কী উদ্দেশ্যে এসব ময়লা এখানে ফেলছে, তা পরিষ্কার নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভ্যানগাড়িতে করে বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহ করে কোনো ডাম্পিং পয়েন্টে না ফেলে সেই ময়লা-আবর্জনা এখানে মহাসড়কের ওপর ফেলা হচ্ছে।

চান্দনা চৌরাস্তা গাড়িতে ওঠার জন্য অপেক্ষমাণ যাত্রী বিল্লাল মিয়া বলেন, গাড়িতে ওঠার জন্য তিনি প্রায় ১০ মিনিট এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই সময়ে ময়লার দুর্গন্ধে তাঁর পেট ফুলে গেছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘পবিত্র রমজান মাসে এমন ব্যস্ততম একটি মহাসড়কের মাঝখানে কীভাবে মানুষ ময়লা ফেলে, তা ভেবে আমি আশ্চর্য হই!’

জয়দেবপুর-শিববাড়ি রুটে চলাচলকারী তাকওয়া পরিবহনের চালক আনিসুর রহমান বলেন, ‘এভাবে রাস্তার মাঝখানে ময়লা ফেলার কারণে আমাদের যাত্রী ওঠানামা করাতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। দুর্গন্ধের জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে না। দ্রুত ময়লা সরিয়ে নেওয়া উচিত এবং এখানে আর ময়লা ফেলা ঠিক নয়।’

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান বলেন, ‘সিটি করপোরেশনের কোনো লোকের এখানে ময়লা ফেলার কথা নয়। তারপরও কে এখানে ময়লা ফেলছে, সে বিষয়ে আমরা খোঁজখবর নেব। ফেলে রাখা ময়লা দ্রুত অপসারণের জন্য ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত