Ajker Patrika

সবুজ হত্যা মামলায় শ্যালক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৮
সবুজ হত্যা মামলায় শ্যালক গ্রেপ্তার

খুলনা নগরীতে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার মূল আসামি তার শ্যালক মো. সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-৬ সদস্যরা গত শনিবার খাগড়াছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাগর তার আপন ভগ্নিপতি সবুজকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছে।

গতকাল রোবার দুপুরে র‍্যাব-৬ এর সদর দপ্তরে র‍্যাব-৬’র কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার এম সারোয়ার হুসাইন সংবাদ বিজ্ঞপ্ততে এসব তথ্য জানান।

গত ২৯ জানুয়ারি দুপুরে স্ত্রীর সঙ্গে সবুজের ঝগড়া হয়। পরে ওইদিন রাতে মোটরসাইকেল যোগে সবুজ বাসায় ফেরার পথে নগরীর মিয়া পাড়া পাইপের মোড়ে পৌঁছালে সবুজের স্ত্রীর ভাই সাগর আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তার গতিরোধ করে। পরে ধারালো চাকু দিয়ে তার বুকে পিঠে কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় নিহত সবুজের মা হোসনেয়ারা বাদী হয়ে সবুজের শ্বশুর, শাশুড়ি, স্ত্রী ও শ্যালকসহ ৬ জনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় মামলা করে। এ ঘটনায় নিহতের শ্বশুর ও শাশুড়িকে আগেই গ্রেপ্তার করেছিল খুলনা থানা-পুলিশ। সর্বশেষ র‍্যাব ঘটনার মূল আসামি সাগরকে গ্রেপ্তার করল।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত বোনের সঙ্গে পারিবারিক কলহের জেরে ক্রোধে বন্ধুদের সঙ্গে নিয়ে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে। আসামিকে খুলনা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত