Ajker Patrika

হত্যাকারীদের ফাঁসি চান নিহত শিমুর বাবা

বরগুনা ও আমতলী প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ১৬
হত্যাকারীদের ফাঁসি চান নিহত শিমুর বাবা

আলোচিত চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় বাবা সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম রাঢ়ী মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবি করেছেন।

ঢাকাই ছবির নায়িকা রাইমা ইসলাম শিমুর গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে। তাঁর নানার বাড়ি একই উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে।

স্থানীয়রা জানান, ১৯৯৫ সালে শিমুর বাবা মো. নুরুল ইসলাম রাঢ়ী গ্রামের বাড়ি ছেড়ে স্ত্রী দুই ছেলে হারুন অর রশিদ ও সাইদুল ইসলাম খোকন এবং দুই মেয়ে রাইমা ইসলাম শিমু ও ফাতেমাকে নিয়ে আমতলী পৌর শহরের ফেরিঘাটের সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন। শিমু আমতলী এমইউ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। স্কুলে অধ্যয়নরত অবস্থায় শিমু সংস্কৃতিমনা ছিলেন। অভিনয়, নাচ ও গানের প্রতি ছিল তাঁর মনোযোগ।

পারিবারিক কারণে ১৯৯৬ সালে শিমুর মা রাশেদা বেগম তাঁর সন্তানদের নিয়ে ঢাকায় চলে যান। সেখানে বসবাসের সময় পরিচয় হয় চিত্র পরিচালক কাজী হায়াৎ এর সঙ্গে। তাঁর হাত ধরেই ১৯৯৮ সালে সিনেমা জগতে প্রবেশ এবং পর রুপালি পর্দার বদৌলতে শিমুর নাম হয়ে যায় রাইমা ইসলাম শিমু।

স্ত্রী এবং সন্তানরা ঢাকা চলে গেলেও পারিবারিক কারণে শিমুর বাবা মো. নুরুল ইসলাম রাঢ়ী নিজ গ্রাম আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাড়িতে থেকে যান। পরবর্তীতে তিনি একই ইউনিয়নের হলদিয়া গ্রামে বসবাস করা শুরু করেন। ওই গ্রাম থেকেই তিনি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত সোমবার রাত ১০টায় ছেলেদের ফোন এবং টেলিভিশনের খবরের মাধ্যমে জানতে পারেন তাঁর মেয়ে শিমু খুনের ঘটনা। ওই রাতে ঢাকা যাওয়ার কোনো যানবাহন না পেয়ে পরের দিন মঙ্গলবার সকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। গতকাল বুধবার মুঠোফোনে কথা হলে শিমু বিষয়ে জানতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি বলেন, ‘আমার মাইয়াডারে অনেক আদর স্নেহ দিয়ে বড় করেছি, হেই মাইয়াডারে ওরা মাইর‍্যা ফালাইছে। আমি আর কিছু চাই না শুধু আমার মাইয়াডারে যারা হত্যা করেছে তাঁদের ফাঁসি চাই।’

এ দিকে আলোচিত চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বরগুনা ও আমতলীতে শোকের ছায়া নেমে আসে। শিমু হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত