Ajker Patrika

নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ০৯: ০৮
নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বিএম কলেজের শহীদ মিনার গেটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

বিএম কলেজ শিক্ষার্থী মহিউদ্দিনের সভাপতিত্বে ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী ইব্রাহিম খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মিরাজ, মাসুদুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মো. নাজমুল ইসলাম, পারভেজ, রিয়াজ, রেদোয়ান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আর কত মায়ের কোল এভাবে খালি হবে, আর কত রক্ত ঝরলে নিরাপদ সড়ক পাওয়া যাবে। এখানে আসি পড়াশোনা করতে কিন্তু নিরাপদে যাতায়াত করতে পারি না। যখন কলেজ থেকে বাড়িতে ফিরি তখন আমাদের জীবনটা পকেটে করে বের হই।

শিক্ষার্থীরা আরও বলেন, গত কয়েক দিন আগে আমাদের ভাইয়ের প্রাণ গেছে, এখন পর্যন্ত সেই গাড়ি জব্দ ও চালককে প্রশাসন আটক করে নাই। বরং প্রশাসন নিশ্চুপ হয়ে রয়েছে। এ সময় শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকেও দায়ী করে সহপাঠীর মৃত্যুর বিচার দাবি জানান। মানববন্ধনের শুরুতে বিএম কলেজের ভেতরের সড়কে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। শেষে কলেজের অধ্যক্ষের কাছে স্মারক লিপি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ বিএম কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হয়ে মারা যান সরকারি সৈযদ হাতেম আলী কলেজছাত্র মো. নাদিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত