Ajker Patrika

নদীতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৩০
নদীতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর মাঝখানে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। এ খুঁটির তারের মাধ্যমে ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়। পানির স্রোতে যেকোনো সময় খুঁটিটি পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় হিলি সীমান্ত অতিক্রম করে উপজেলার চেচঁড়া দিয়ে শাখা যমুনা নদীটি বাগজানার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাগজানা থেকে শালুয়ার মাঠে গভীর নলকূপে বিদ্যুৎ সরবরাহ করতে ১৯৮০ সালের দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক লাইনটি স্থাপন করে। নদীর উভয় পাড়ে খুঁটি স্থাপন করা হয়। কিন্তু বর্ষাকালে পানির প্রবল স্রোতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিদ্যুতের একটি খুঁটি নদীর মাঝখানে চলে যায়।

বাগজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিদ্যুতের খুঁটিটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।’

নদী পাড়ের রতনপুর এলাকার কেরামত বলেন, ‘আতঙ্কের মধ্যেই আমরা নৌকাযোগে নদী পার হই।’ খুঁটিটি অন্যত্র স্থানান্তরে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে কথা হলে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন তদন্ত সাপেক্ষে জনস্বার্থে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত